kalerkantho

বুধবার । ২ আষাঢ় ১৪২৮। ১৬ জুন ২০২১। ৪ জিলকদ ১৪৪২

টেস্ট খেলতে আজ মাঠে নামছে বড় ৪ দল

অনলাইন ডেস্ক   

১০ জুন, ২০২১ ১১:৫৪ | পড়া যাবে ১ মিনিটেটেস্ট খেলতে আজ মাঠে নামছে বড় ৪ দল

টেস্ট খেলুড়ে চারটি দল আজ মাঠে নামছে। এজবাস্টনে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। অন্যদিকে, সেন্ট লুসিয়ায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মোকাবেলা করবে দক্ষিণ আফ্রিকা।

ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামছে কিউইরা। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি। লর্ডসে দুদলের মধ্যকার প্রথম টেস্টটি ড্র হয়। দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের। তার বাম হাতের কনুইয়ের ব্যথাটা এখনো আছে। উইলিয়ামসন খেলতে না পারায় নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিবেন টম ল্যাথাম।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন ডিন এলগার অন্যদিকে ক্যারিবীয়দের নেতৃত্বে থাকবেন ক্রেইগ ব্র্যাথওয়েট।সাতদিনের সেরা