kalerkantho

বুধবার । ২০ শ্রাবণ ১৪২৮। ৪ আগস্ট ২০২১। ২৪ জিলহজ ১৪৪২

ক্রিকেট জীবনের প্রথম বন্ধুর ছবি পোস্ট করলেন আজহারউদ্দিন!

অনলাইন ডেস্ক   

৬ জুন, ২০২১ ০৮:৩৪ | পড়া যাবে ২ মিনিটেক্রিকেট জীবনের প্রথম বন্ধুর ছবি পোস্ট করলেন আজহারউদ্দিন!

মোহাম্মদ আজহারউদ্দিন। ফাইল ছবি

ভারতের ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক মানা হয় মোহাম্মদ আজহারউদ্দিনকে। বর্তমানে স্মৃতির পাতায় ডুব দিয়েছেন ভারতের সাবেক এই ব্যাটসম্যান। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় নিজের পুরনো ব্যাটের ছবি পোস্ট করেছিলেন। তখন তিনি জানিয়েছিলেন- ‘এই ব্যাট দিয়েই, আমি ৮৪-৮৫ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টানা ৩টি টেস্টে শতরানের বিশ্ব রেকর্ড গড়েছিলাম। এই ব্যাট দিয়ে একটা মৌসুমে আমি ৮০০-র বেশি রান করেছিলাম। আমার দাদুর বেছে দেওয়া সেই ব্যাট।’

এবার আরও একটি ছবি পোস্ট করলেন মোহাম্মদ আজহারউদ্দিন। সেটি একটি স্কুটারের ছবি। এটিআই ৬৮৩৪, নম্বরের বাজাজ স্কুটারটিতে বসে আছেন আজহারউদ্দিন। স্কুটারের বসে বেশ কিছু ছবি তুলে টুইটারে পোস্ট করেছেন। মডেল পুরানো হলেও বেশ যত্ন করে এই স্কুটারটিকে রেখে দিয়েছেন আজহার। কিন্তু কেন?

আসলে এই স্কুটারটিতে চড়েই সাফল্যের শিখরে পৌঁছেছিলেন আজহার। এই স্কুটারের সঙ্গে তাঁর বহু স্মৃতি জড়িয়ে রয়েছে। বলা যেতে পারে এটাই হল আজহারের সেই বন্ধু যার পিঠে চড়ে এক সাধারণ ক্রিকেটার থেকে ভারতের সফলতম অধিনায়ক হয়ে উঠেছিলেন। নিজের সেই পরম বন্ধুকে তাই যত্ন করে নিজের বাড়ির গ্যারেজে সাজিয়ে রেখেছেন তিনি। আজও তার হেডলাইটে লেখা রযেছে আজহার। আজও এই স্কুটারটিতে চড়ে ঘুরে বেড়ান আহজারউদ্দিন।

তিনি এই ছবি পোস্ট করে একটি চমৎকার ক্যাপশনও দিয়েছেন। আজহার লিখেছেন,‘আমার জীবনের প্রথম দিনগুলির স্মৃতি, যখন আমি আমার প্রতিভার স্বীকৃতি হিসাবে এই স্কুটারটি পেয়েছিলাম। তখন হাঁটার তুলনায় বা স্টেডিয়ামে অনুশীলনে পৌঁছানোর জন্য কয়েক ঘণ্টা মাইলের পর মাইলের সাইকেল চালানোর সেই ভাগ্যবান দিনের তুলনায় এটি একটি দুর্দান্ত বিলাসিতা ছিল।’সাতদিনের সেরা