kalerkantho

শনিবার । ২৯ জ্যৈষ্ঠ ১৪২৮। ১২ জুন ২০২১। ৩০ শাওয়াল ১৪৪২

ভারত 'সর্বজয়ী উইন্ডিজ' হয়ে উঠবে কিনা নিশ্চিত নন গাভাস্কার

অনলাইন ডেস্ক   

৪ জুন, ২০২১ ১৯:০৫ | পড়া যাবে ২ মিনিটেভারত 'সর্বজয়ী উইন্ডিজ' হয়ে উঠবে কিনা নিশ্চিত নন গাভাস্কার

একসময় ক্রিকেটবিশ্ব শাসন করত ওয়েস্ট ইন্ডিজ। তারা ছিল সর্বজয়ী। ভয়ংকর সব পেসারের পাশাপাশি তাদের ছিল বিধ্বংসী সব ব্যাটসম্যান। সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে বাইশ গজের রাজাদের নাম। এরপর ক্রিকেটবিশ্ব শাসন করেছে স্টিভ ওয়াহর সর্বজয়ী অস্ট্রেলিয়া। সেই যুগও শেষ। এবার কী তবে সেই জায়গা পেতে যাচ্ছে বিরাট কোহলির ভারত? কিছু ক্রিকেটবোদ্ধা এমনটা মনে করলেও ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার তা মনে করেন না। 

ভারতের কিংবদন্তি ওপেনারের মতে, ১৯৭০ থেকে ১৯৮০ পর্যন্ত বাইশ গজে ওয়েস্ট ইন্ডিজ যেভাবে রাজত্ব করেছিল, সেভাবেই ১৯৯০ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ক্রিকেটবিশ্ব শাসন করেছিল অস্ট্রেলিয়া। তবে বিরাট কোহলির ভারত এমনটা করতে পারবে কিনা- তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন গাভাস্কার। তার মতে, বর্তমানে ভারতীয় দলে প্রচুর প্রতিভাবান ক্রিকেটার আছে বটে, তবে তা উইন্ডিজ আর অস্ট্রেলিয়া দলের সঙ্গে তুলনীয় নয়।

সুনীল গাভাস্কার বলেন, 'আমি খুব নিশ্চিত নই যে ওয়েস্ট ইন্ডিজের মতো কোহলিরাও ক্রিকেট বিশ্বে আধিপত্য বিস্তার করতে সক্ষম হবে কিনা। তারা পাঁচটি টেস্ট ম্যাচই জিতেছিল, এমনকি অস্ট্রেলিয়ানও পাঁচটির মধ্যে চারটিতে জিতেছিল। আমি সত্যিই নিশ্চিত নই যে এই ভারতীয় দলটি এটি করতে পারবে কিনা। তারা আসলে একটি দুর্দান্ত দল। এমন সময়ে অনেক ক্ষেত্রে দলে অসঙ্গতি দেখা যায়, যা আপনারা অতীতে দেখেছেন। এটাই একটা কারণে আমি আমার শ্বাসকে আটকে রাখি।'

গাভাস্কার আরও বলেন, 'এই দলের সম্ভাবনা নিয়ে আমি মনে করি কিছু সীমাবদ্ধতা আছে। স্পষ্টতই ক্রিকেটের একটি খেলায় ১১জন সাফল্য পেতে পারে না। তবে যদি তাদের মধ্যে দুই-চার জন ব্যাটসম্যান এবং দুই জন বোলার সাফল্য পায়… তবে ভারত অনেক ম্যাচ জিততে পারবে। এবং বর্তমানে ভারতীয় দল এটা করতে সক্ষম।'সাতদিনের সেরা