kalerkantho

বৃহস্পতিবার । ১০ আষাঢ় ১৪২৮। ২৪ জুন ২০২১। ১২ জিলকদ ১৪৪২

ওয়াসিম আকরামের চেয়ে বড় ইনিংস নেই শচীনেরও

অনলাইন ডেস্ক   

৪ জুন, ২০২১ ১৪:৫১ | পড়া যাবে ১ মিনিটেওয়াসিম আকরামের চেয়ে বড় ইনিংস নেই শচীনেরও

ওয়াসিম আকরাম ও শচীন টেন্ডুলকার

বিশ্বের সর্বকালের বোলারদের মধ্যে একজন পাকিস্তানের ওয়াসিম আকরাম। বলকে দুই দিকেই সুইং করিয়ে ব্যাটসম্যানদের নাজেহাল করে ছাড়তেন তিনি। এ জন্য তাকে বলা হয় ‘সুলতান অব সুইং’। ওয়ানডে ক্রিকেটে একমাত্র পেসার হিসেবে তিনি নিয়েছেন ৫০০ উইকেট। টেস্টেও রয়েছে তার ৪১৪ উইকেট।

গতকাল বৃহস্পতিবার ছিল এই কিংবদন্তির ৫৫তম জন্মদিন। বোলার হিসেবে খ্যাতি অর্জন করা ওয়াসিম ব্যাট হাতেও খারাপ করতেন না। ইনিংসের শেষদিকে ভালোই ব্যাট চালাতেন তিনি। বেশ কয়েকটি বড় ইনিংসও খেলেছেন তিনি। অবাক হলেও সত্য যে আন্তর্জাতিক ক্রিকেটে শচীন টেন্ডুলকারের চেয়েও বড় ইনিংস রয়েছে ওয়াসিক আকরামের।

আন্তর্জাতিক ক্রিকেটে শচীনের সবচেয়ে বড়  ইনিংস হলো ২৪৮। অন্যদিকে ওয়াসিম আকরাম এক ইনিংসে করেছিলেন ২৫৭ রান। জিম্বাবুয়ের বিপক্ষে সেই ইনিংসে ১২টি ছক্কা হাকিয়েছিলেন সাবেক পাকিস্তানি অধিনায়ক। টেস্টে এক ইনিংসে ১২টির বেশি ছক্কা এখনো কেউ হাঁকাতে পারেনি।সাতদিনের সেরা