kalerkantho

বৃহস্পতিবার । ১০ আষাঢ় ১৪২৮। ২৪ জুন ২০২১। ১২ জিলকদ ১৪৪২

ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে- বাবাকে মনে করে সৌরভের পোস্ট

অনলাইন ডেস্ক   

২৯ মে, ২০২১ ১৬:১৬ | পড়া যাবে ১ মিনিটেঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে- বাবাকে মনে করে সৌরভের পোস্ট

পেছনে বাবা চণ্ডীদাস গাঙ্গুলী, সামনে ট্রফি হাতে দাঁড়িয়ে ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। শুক্রবার রাতে এমন একটা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি সৌরভ। খানিকটা যেন আবেগাপ্লুত তিনি। তার ক্রিকেট ক্যারিয়ারে একটা বড় ভূমিকা ছিল বাবা চণ্ডী গাঙ্গুলীর।

ছোট্ট সৌরভ তার 'দাদাভাই'য়ের সঙ্গে ক্রিকেট অ্যাসোশিয়েন অব বেঙ্গলে (সিএবি) যেতেন। বাবা চণ্ডী গাঙ্গুলী দুই ভাইকেই (স্নেহাশিস ও সৌরভ) কোচ দেবু মিত্রের হাতে তুলে দেন। এমনকি দেবু মিত্রের তত্ত্বাবধানেই সৌরভকে পাঠানো হয় ইংল্যান্ডে মাইনর কাউন্টি খেলতে। সেখান থেকে ফিরেই আশির দশকের শেষের দিকে সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সৌরভের রঞ্জি ট্রফিতে অভিষেক হয়।

সৌরভের বাবা চণ্ডী গাঙ্গুলী সিএবি সামলেছেন বিভিন্ন পদে থেকে। তবে ২০০৫ সালে টেস্ট দল থেকে গাঙ্গুলী বাদ পড়ার পর থেকে আর প্রাণপ্রিয় সিএবিতে যাননি সৌরভের বাবা। ২০১৩ সালে মারা যান চণ্ডী গাঙ্গুলী। 

এই ছবি পোস্টের মাধ্যমেই সৌরভ হয়তো বা বলতে চাইলেন, 'ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে'।সাতদিনের সেরা