kalerkantho

শুক্রবার । ১১ আষাঢ় ১৪২৮। ২৫ জুন ২০২১। ১৩ জিলকদ ১৪৪২

ঘোড়ার দেখভাল করেই সময় কাটছে ধোনির! (ভিডিও)

অনলাইন ডেস্ক   

২৮ মে, ২০২১ ১০:১০ | পড়া যাবে ১ মিনিটেঘোড়ার দেখভাল করেই সময় কাটছে ধোনির! (ভিডিও)

নিজের ফার্ম হাউসে ধোনি। ছবি : ইনস্টাগ্রাম

করোনাভাইরাসের কারণে আইপিএল স্থগিত হওয়ার পর অনেকটাই অবসর সময় কাটাচ্ছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক ও ব্যাটসম্যান মহেন্দ্র সিংহ ধোনি।

অবসরে রাঁচিতে নিজের ফার্ম হাউসে ফিরে গেছেন তিনি। সেখানেই তার সঙ্গী একটি মারওয়ারি ঘোড়া। সদ্য ফার্মে নিয়ে আসা ঘোড়াটির নাম রাখা হয়েছে 'চেতক'। সেই ঘোড়াটিকে আদর করেই সময় কাটাচ্ছেন ধোনি।

ধোনির স্ত্রী সাক্ষীর ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ঘোড়াটির গায়ে মালিশ করে দিচ্ছেন ধোনি। চোখ বুজে আরাম নিচ্ছে চেতক।

সাক্ষী লিখেছেন, ‘প্রশয় দেওয়ার সময়’। কিছু দিন আগে সাক্ষীই জানিয়েছিলেন নতুন ঘোড়ার আগমনের খবর। সেই সময় যদিও আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার জন্য কোয়ারেন্টিনে ছিলেন ধোনি। ফিরে এসে তাই যেন নতুন সঙ্গীর সঙ্গে ভাব জমানোর চেষ্টা করছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক।

ঘোড়া ছাড়াও ধোনির ফার্ম হাউসে রয়েছে চারটি কুকুর। তাদের নাম রেখেছেন স্যাম, লিলি, গব্বর এবং জোয়া। এছাড়া বেশ কিছু কড়কনাথ মুরগি কিনেছিলেন ধোনি।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর সময় কাটানোর জন্য ফার্ম হাউসকেই বেছে নিয়েছেন ধোনি।

View this post on Instagram

A post shared by Sakshi Singh Dhoni (@sakshisingh_r)সাতদিনের সেরা