kalerkantho

রবিবার । ৩০ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৩ জুন ২০২১। ১ জিলকদ ১৪৪২

বোলার র‍্যাঙ্কিংয়ে দুইয়ে মিরাজ

অনলাইন ডেস্ক   

২৬ মে, ২০২১ ১৪:৪৩ | পড়া যাবে ১ মিনিটেবোলার র‍্যাঙ্কিংয়ে দুইয়ে মিরাজ

সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে আইসিসির বোলার র‍্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে ছিলেন বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ। তবে চলতি সিরিজের দুই ম্যাচ খেলেই তিন ধাপ এগিয়ে এলেন এই অফস্পিনার।

সর্বশেষ হালনাগাদকৃত ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে গেছেন মিরাজ। দুই ম্যাচে ৭ উইকেট নেওয়ার পুরস্কারই পেলেন এই অল-রাউন্ডার। মিরাজের রেটিং পয়েন্ট ৭২৫। আর ৭৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট।

মিরাজ ছাড়াও র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন 'কাটার মাস্টার' মুস্তাফিজুর রহমান। ৮ ধাপ এগিয়ে 'দ্য ফিজ' এখন সেরা দশে। তার বর্তমান অবস্থান নবম। অজি তারকা পেসার প্যাট কামিন্স রয়েছেন দশম স্থানে।সাতদিনের সেরা