kalerkantho

শুক্রবার । ৪ আষাঢ় ১৪২৮। ১৮ জুন ২০২১। ৬ জিলকদ ১৪৪২

কিংবদন্তি ভারতীয় অ্যাথলেট মিলখা সিং করোনা পজিটিভ

অনলাইন ডেস্ক   

২২ মে, ২০২১ ২০:৫৭ | পড়া যাবে ১ মিনিটেকিংবদন্তি ভারতীয় অ্যাথলেট মিলখা সিং করোনা পজিটিভ

কিংবদন্তি ভারতীয় অ্যাথলেট মিলখা সিং করোনায় আক্রান্ত হয়ে চন্ডিগড়ের নিজ বাসভবেন আইসোলেশনে আছেন। বার্তা সংস্থা পিটিআই এই তথ্য নিশ্চিত করেছে। ৯১ বছর বয়সী সাবেক এই বিশ্বজয়ী তারকা অ্যাথলেটের কোন ধরনের উপসর্গ দেখা দেয়নি এবং মনোবলও বেশ চাঙ্গা আছে বলে জানা গেছে।

মিলখা সিং পিটিআইকে জানিয়েছেন, 'আমার বাসার দুই জন সহযোগী করোনা পজিটিভ হওয়ার পর পরিবারের সকল সদস্যকে করোনার পরীক্ষা করানো হয়। এর মধ্যে বিস্ময়করভাবে একমাত্র আমার রিপোর্ট পজিটিভ এসেছে। আমি বেশ সুস্থ আছি। কোনো ধরনের জ্বর বা ঠাণ্ডার কোনো উপসর্গ নেই। আগামী তিন থেকে চারদিনের মধ্যে আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারব বলে চিকিৎসক জানিয়েছেন। গতকাল আমি জগিংও করেছি। মানসিক ভাবেও আমি পুরো সুস্থ আছি।'

কিংবদন্তি এই অ্যাথলেট পাঁচবার এশিয়ান গেমসে স্বর্ণপদক পেলেও ১৯৬০ সালে অলিম্পিকের ফাইনালে ৪০০ মিটারে তিনি ক্যারিয়ার সেরা চতুর্থ স্থান লাভ করেছিলেন। কিন্তু নিষ্ঠা ও দেশের প্রতি অগাধ ভালবাসার কারণে মিলখা সিং সারা বিশ্বে এক অনন্য নজির স্থাপন করেছিলেন।সাতদিনের সেরা