kalerkantho

শনিবার । ২৯ জ্যৈষ্ঠ ১৪২৮। ১২ জুন ২০২১। ৩০ শাওয়াল ১৪৪২

ক্রিকেটকে বিদায় জানালেন ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের হয়ে খেলা র‍্যানকিন

অনলাইন ডেস্ক   

২২ মে, ২০২১ ১০:৪৫ | পড়া যাবে ১ মিনিটেক্রিকেটকে বিদায় জানালেন ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের হয়ে খেলা র‍্যানকিন

প্রায় দেড় যুগের বৈচিত্র্যময় ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনেছেন পেসার বয়েড র‍্যানকিন। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড দুই দেশের পক্ষেই তিন সংস্করণে খেলেছেন তিনি। আয়ারল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করলেও একসময় চলে যান ইংল্যান্ডে। পরে আবার নিজ দেশ আয়ারল্যান্ডে ফিরেই ক্যারিয়ারের ইতি টানলেন এই দীর্ঘদেহী পেসার।

র‍্যানকিন আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ২০০৭ সালে। সেই বছর আয়ারল্যান্ডের পক্ষে ওয়ানডে বিশ্বকাপ খেলেন তিনি। ২০০৯ সালে আয়ারল্যান্ডের পক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় র‍্যানকিনের। ২০১১ সালেও আয়ারল্যান্ডের পক্ষে বিশ্বকাপ খেলেন তিনি। এরপর ইংল্যান্ডে পাড়ি জমান র‍্যানকিন।

ইংল্যান্ডের হয়ে খেলেন ২০১৩-১৪ মৌসুমে অ্যাশেজ সিরিজ। টেস্ট ছাড়াও ইংল্যান্ডে পক্ষে ৭টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।  ২০১৬ সালে আবার নিজ দেশ আয়ারল্যান্ডে ফিরে যান র‍্যানকিন।

দুই দলের পক্ষে খেললেও বিদায় বেলায় আয়ারল্যান্ডকেই বিশেষভাবে স্মরণ করেছেন র‍্যানকিন, ‘স্বপ্নেও কখনও ভাবিনি আয়ারল্যান্ডের হয়ে এত লম্বা সময় ধরে খেলব এবং অনেকগুলো বিশ্বকাপ খেলব। আইরিশদের জার্সি পরাটা আমি কখনও ভুলব না।’

ইংল্যান্ড-আয়ারল্যান্ড মিলিয়ে ৩টি টেস্ট, ৭৫টি ওয়ানডে ও ৫০টি টি-টোয়েন্টি খেলেছেন র‍্যানকিন। শিকার করেছেন ১৭০টি উইকেট।সাতদিনের সেরা