kalerkantho

শনিবার । ৫ আষাঢ় ১৪২৮। ১৯ জুন ২০২১। ৭ জিলকদ ১৪৪২

আমি মুশফিকের কিপিং নিয়ে খুবই খুশি : তামিম

অনলাইন ডেস্ক   

২১ মে, ২০২১ ১৬:৪৬ | পড়া যাবে ২ মিনিটেআমি মুশফিকের কিপিং নিয়ে খুবই খুশি : তামিম

ব্যাটসম্যান হিসেবে মুশফিকুর রহিম বাংলাদেশের অন্যতম সেরা। তার ব্যাটিং নিয়ে কেউ কোনোদিন প্রশ্ন করেনি। করার সুযোগও দেননি 'মি. ডিপেন্ডেবল'। তবে মুশফিকের কিপিং বারবার সমালোচনার কবলে পড়েছে। শিশুসুলভ ভুল, সহজ ক্যাচ মিস করা সহ অনেক অভিযোগ মুশির বিরুদ্ধে। তারপরেও বন্ধুর কাঁধে আস্থার হাত রাখছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুশফিকুর রহিমই উইকেটের পেছনে দাঁড়াবেন।

আজ শুক্রবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, 'আমি ওর উইকেটকিপিং নিয়ে খুবই খুশি। ক্যাচ মিস বা সুযোগ হাতছাড়া করা, এগুলো খেলার অংশ। সত্যি কথা বলতে, আমি জানি সে কতটা কঠোর পরিশ্রম করে। আমার কোনো অভিযোগ নেই। আমাদের টিম ম্যানেজমেন্ট, কোচ, অধিনায়ক, কারও একটা মিনিটের জন্যও সংশয় নেই যে সে প্রথম ওয়ানডেতে কিপিং করবে। সে অবশ্যই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে কিপিং করবে। শুধু প্রথমটায় নয়, পুরো সিরিজেই করবে। আমি নিশ্চিত, সে ভালো করবে।'

মুশফিক নিঃসন্দেহে বাংলাদেশের সফলতম কিপার। তবে লিটন দাস, মোহাম্মদ মিঠুনরা এখন তাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন। তাছাড়া খুব কম সিরিজই আছে, যেখানে তিনি কিপিংয়ে ক্যাচ ছাড়েন না বা সুযোগ হাতছাড়া করেন না। তারপরেও মুশফিকের অবদানের কথা স্মরণ করালেন তামিম, 'ক্যাচ মিসের কথা বলছেন, কিন্তু বছরের পর বছর ধরে অসাধারণ কাজও সে করেছে। ১৩-১৪ বছর ধরে জাতীয় দলে খেলা একজন কিপার ক্যাচ ফেলতে পারে। আবার এই সময়ে সে কিছু অবিশ্বাস্য ক্যাচও ধরেছে। মুশফিকের ওপর আমার পূর্ণ আস্থা ও সমর্থন আছে।'সাতদিনের সেরা