kalerkantho

রবিবার । ৩০ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৩ জুন ২০২১। ১ জিলকদ ১৪৪২

ইংল্যান্ডে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন পগবা

অনলাইন ডেস্ক   

১৯ মে, ২০২১ ১৩:২৬ | পড়া যাবে ১ মিনিটেইংল্যান্ডে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন পগবা

ফিলিস্তিনের পতাকা হাতে পল পগবা ও আমাদ দায়ালো।

ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারদের হামলা বেড়েই চলেছে। ১০ মে থেকে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে অন্তত ২২০ ফিলিস্তিনি। এর মধ্যে ৬৩ জনই শিশু। ইসরায়েলের এই আগ্রাসনে পশ্চিমা বিশ্ব নীরব থাকলেও ফুঁসে উঠেছে মুসলিম জনতা। যে যার সামর্থ্য অনুযায়ী ফিলিস্তিনিদের সমর্থন জানাচ্ছেন।

কিছুদিন আগেই এফএ কাপ জিতে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছিলেন লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় হামজা চৌধুরী। এবার প্রতিবাদ জানালেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসী তারকা পল পগবা।

ইংলিশ প্রিমিয়ার লিগে মঙ্গলবার রাতের ম্যাচে ফুলহামের সঙ্গে ১-১ গোলে ড্র করে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচে শেষে খেলোয়াড়রা যখন মাঠ প্রদক্ষিণ করছিলেন তখন ম্যানচেস্টারের এক ভক্ত পগবাকে ফিলিস্তিনের পতাকাটি দেন। এরপর তিনি এবং আইভোরিকোস্টের আমাদ দায়ালো সেই পতাকাটা ওড়ান ও  মাঠ প্রদক্ষিণ করেন।সাতদিনের সেরা