kalerkantho

বুধবার । ৯ আষাঢ় ১৪২৮। ২৩ জুন ২০২১। ১১ জিলকদ ১৪৪২

বার্সেলোনার পরাজয়ের দায় খেলোয়াড়দের

অনলাইন ডেস্ক   

১৭ মে, ২০২১ ১৭:৩০ | পড়া যাবে ২ মিনিটেবার্সেলোনার পরাজয়ের দায় খেলোয়াড়দের

ছবি : এএফপি

লা লিগা মৌসুমের শেষদিকে এসে এলোমেলো হয়ে গেছে বার্সেলোনা। যে কারণে গতকাল রবিবার রাতে নিজেদের মাঠে সেল্তা ভিগোর কাছে পরাজিত হয়ে লা লিগা থেকে বিদায় নিতে হয়েছে লিওনেল মেসিদের। শেষ পাঁচ ম্যাচে বার্সা মাত্র ১টি জয় পেয়েছে! তারকাবহুল দল নিয়েও সেল্টার কাছে হারতে হয়েছে ২-১ ব্যবধানে। এর কারণ কী? ফুটবলে দল ব্যর্থ হলে সিংহভাগ ক্ষেত্রেই কোচের ওপর দায় চাপানো হয়। তবে এক্ষেত্রে বার্সা ফুটবলাররাই নিজেদের দায় স্বীকার করেছেন।

ম্যাচ শেষে মুভিস্টারকে জর্দি আলবা বলেন, 'প্রথমার্ধে আমরা খুবই ভালো খেলেছি, তারা খুব কমই আমাদের অর্ধে ঢুকতে পেরেছে। কিন্তু এরপরও বক্সের বাইরে থেকে একটি গোল পেয়ে যায়। আমাদের নিয়ন্ত্রণেই ছিল ম্যাচ, আমরা সুযোগ তৈরি করছিলাম। তবে দ্বিতীয়ার্ধের খেলা তেমন ভালো হয়নি আমাদের। সেল্তা এমন একটি দল, যারা ভালো ফুটবল খেলে। ম্যাচটি ছিল কঠিন এবং তাদের দ্বিতীয় গোলটি ছিল আমাদের দুর্ভাগ্য।'

তবে কোচের কোম্যানের ওপর চাপানো নয়, এই পরাজয়ের দায় নিজেদের কাঁধে নিয়ে আলবা বলেন, ''যখন খেলা খারাপ হয় তখন আমরা খেলোয়াড়রাই দোষী। আজ আমরা চেষ্টা করেছি, বিশেষ করে প্রথমার্ধে। কিন্তু সেল্তা ভালো দল এবং তাদের বিপক্ষে খেলা ছিল কঠিন। এটাই ফুটবল। হেরে আমরা হতাশ।সর্বশেষ ম্যাচে আমরা এইবারের বিপক্ষে খেলব। সেখানে নিজেদের মেলে ধরতে হবে। ভালো একটা পারফরম্যান্স দিয়ে মৌসুম শেষ করতে হবে।'সাতদিনের সেরা