kalerkantho

মঙ্গলবার । ৮ আষাঢ় ১৪২৮। ২২ জুন ২০২১। ১০ জিলকদ ১৪৪২

'লাইক-কমেন্টের আশায় সবাই কোহলিকে বিশ্বসেরা বলে!'

অনলাইন ডেস্ক   

১৫ মে, ২০২১ ১৬:৩৮ | পড়া যাবে ২ মিনিটে'লাইক-কমেন্টের আশায় সবাই কোহলিকে বিশ্বসেরা বলে!'

বর্তমান ক্রিকেটবিশ্বে সেরা ব্যাটসম্যান হিসেবে যে চারটি নাম সবার আগে আসে সেগুলো হলো- বিরাট কোহলি, স্টিভেন স্মিথ, কেন উইলিয়ামসন এবং জো রুট। এই চারজনের থেকে সেরা বাছতে গেলে পরিসংখ্যান আর সাফল্য মিলিয়ে ভারতের অধিনায়ক বিরাট কোহলির পক্ষেই বেশি ভোট পড়বে। তবে মাইকেল ভনের বেশিদিন চুপচাপ থাকতে ভালো লাগে না। তাই তিনি এবার বিরাট কোহলি আর ভারতীয় বোর্ডকে সরাসরি খোঁচা মেরে বসেছেন। 

সময়ের অন্যতম সেরা দুই ব্যাটসম্যান কদিন পরই মুখোমুখি হচ্ছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। এই টেস্ট সামনে রেখেই নতুন আলোচনা সামনে এনেছেন ভন। নিউজিল্যান্ডের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জয়গান গেয়েছেন উইলিয়ামসনের, 'কেন উইলিয়ামস যদি ভারতীয় হতো, তাহলে সে-ই হতো বিশ্বসেরা। কিন্তু এখন সে সেরা আর কোহলি সেরা নয়, এটা বলার অবস্থা নাই। এটা বললে সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার ওপর হামলে পড়বে।'

তিনি আরো বলেন, 'কোহলিকে সবাই সেরা বলে তা কেবলই বেশি লাইক-কমেন্টের জন্য। সব সংস্করণ মিলিয়ে উইলিয়ামসন সেরা। কারণ সে যেভাবে খেলে, তার স্থিতধী আচরণ, শান্ত মনোভাব, তার বিনয়। নীরবে কাজ করে যাওয়ার ক্ষমতা...সব মিলিয়ে। আপনাদের সঙ্গে (কিউই মিডিয়া) কথা বলছি বলে নয়; উইলিয়ামসন তিন সংস্করণ মিলিয়েই গ্রেটদের একজন। অবশ্যই সে কোহলির সমমানের। বিষয় হলো উইলিয়ামসনের ইনস্টাগ্রামে ১০ কোটি অনুসারী নেই, বিজ্ঞাপন থেকে সে ৩-৪ কোটি ডলার আয় করতে পারে না।'

উল্লেখ্য, ৯১ টেস্টে ২৭ সেঞ্চুরিতে কোহলির রান ৭৪৯০, গড় ৫২.৩৭। আর ৮৩ টেস্টে ২৪ সেঞ্চুরিতে টেস্ট উইলিয়ামসনের সংগ্রহ ৫৪.৩১ গড়ে ৭০১৫ রান। ২৫৪ ওয়ানডেতে ৪৩ সেঞ্চুরিতে ও ৫৯.০৭ গড়ে করেছেন ১২১৬৯ রান। স্ট্রাইকরেট ৯৩.১৭। উইলিয়ামসন সেখানে ১৫১ ম্যাচে ১৩ সেঞ্চুরিতে করেছেন ৬১৭৩ রান। গড় ৪৭.৪৮ আর স্ট্রাইকরেট ৮১.৭৫। টি-টোয়েন্টিতে ৯০ ম্যাচে ৫২.৬৫ গড়ে ও ১৩৯.০৪ স্ট্রাইকরেটে ৩ হাজার ১৫৯ রান কোহলির। আর উইলিয়ামসন ৬৭ ম্যাচে ৩১.৬৬ গড় ও ১২৫.০৮ স্ট্রাইকরেটে করেছেন ১ হাজার ৮০৫ রান।সাতদিনের সেরা