kalerkantho

সোমবার । ৩১ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৪ জুন ২০২১। ২ জিলকদ ১৪৪২

গ্রামে গিয়ে দরিদ্রদের ঈদ উপহার দিলেন জামাল ভূঁইয়া

অনলাইন ডেস্ক   

১৩ মে, ২০২১ ১৯:৫৪ | পড়া যাবে ১ মিনিটেগ্রামে গিয়ে দরিদ্রদের ঈদ উপহার দিলেন জামাল ভূঁইয়া

একমাস সিয়াম সাধনার পর এসে গেছে খুশির ঈদ। এই উপলক্ষে নিজ গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইলে দুস্থ ৩শ’ পরিবারকে ঈদ উপহার দিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। আজ বৃহস্পতিবার সকালে জামালের পক্ষ থেকে তার চাচাতো ভাইরা দরিদ্রদের মাঝে এই উপহার বিতরণ করেছেন।

দুস্থ-অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার দেয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে আপলোড করেছেন জামাল। বাংলাদেশ অধিনায়কের দেওয়া ঈদ উপহারের মধ্যে ছিল- চাল, আলু, পেয়াঁজ, ডাল, আটা, নুডলস, চিনি ও বিস্কুট। ঈদ কাটিয়ে দুই দিন পর ঢাকায় ফিরে তিনি জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন।

বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ৩, ৭ ও ১৫ জুন বাংলাদেশের প্রতিপক্ষ যথাক্রমে আফগানিস্তান, ভারত ও কাতার। করোনা পরীক্ষার পর শুরু হবে মাঠের প্রস্তুতি। চূড়ান্ত দলে থাকা ২৫ জন খেলোয়াড় আগামী ২১ অথবা ২২ মে কাতারে চলে যাবে। এএফসি কাপ খেলে বসুন্ধরা কিংসের খেলোয়াড়েরা সরাসরি কাতারে যোগ দেবেন।সাতদিনের সেরা