kalerkantho

সোমবার । ৩১ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৪ জুন ২০২১। ২ জিলকদ ১৪৪২

গাভাস্কারের চোখে কোহলির পরবর্তী অধিনায়ক

অনলাইন ডেস্ক   

১৩ মে, ২০২১ ১৭:৩৪ | পড়া যাবে ২ মিনিটেগাভাস্কারের চোখে কোহলির পরবর্তী অধিনায়ক

 

করোনায় বন্ধ হয়ে যাওয়া আইপিএলে দিল্লি ক্যাপিটালসের নেতৃত্ব দিয়েছিলেন ঋষভ পন্থ। শ্রেয়স আইয়ার টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় তার ওপর নেতৃত্বভার বর্তায়। সংকট যে সম্ভাবনার নতুন দুয়ার খুলে দেয়, ঋষভ পন্থ আরেকবার তা প্রমাণ করেছেন। নিজেকে তিনি এমনভাবে মেলে ধরেছেন যে, অধিনায়ক পন্থের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে ভারতীয় কিংবদন্তি সুনিল গাভাস্কারের কোনো সন্দেহ নেই। পন্থ হতে পারেন পরবর্তী ভারত অধিনায়ক।

স্থগিত হওয়ার সময় আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে ছিল পন্থের দিল্লি। ২৩ বছর বয়সী পন্থের ক্যাপ্টেন্সি নিয়ে সাবেক ভারতীয় অধিনায়ক ও ক্রিকেট বিশেষজ্ঞ গাভাস্কার স্পোর্টস্টারে এক কলামে লিখেছেন, 'তরুণ ঋষভ পন্থের নেতৃত্বে দিল্লি ক্যাপিটালস নিজেদের আলাদা করে চিনিয়েছে। ষষ্ঠ ম্যাচ নাগাদ দেখা যাচ্ছিল যে, অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন শুনতে শুনতে সে ক্লান্ত। প্রতিটি ম্যাচ শেষেই উপস্থাপকরা তার কাছে একই প্রশ্ন করতেন।'

তিনি আরও লিখেছেন, 'পন্থ সম্ভাবনার ঝলক দেখিয়েছে, যা ভবিষ্যতে আলোর প্রবাহে পরিণত হতে পারে। অবশ্য যদি তাকে সহজাতভাবে জ্বলতে দেওয়া হয়। আইপিএলের কিছু ম্যাচে দেখা গেছে, সে চতুরতার সঙ্গে ভুল থেকে শিক্ষা নেয়। হ্যাঁ, ভুলও কিছু সে করবে। সেটা কোন অধিনায়ক করে না? সে বেশ চটপটে ও করিৎকর্মা। বেশির ভাগ সময়ই সে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করেছে এবং কঠিন পরিস্থিতি থেকে বের হওয়ার পর নিজস্ব পন্থা বের করেছে। কোনো সন্দেহ নেই, তার ভবিষ্যৎ উজ্জ্বল।'সাতদিনের সেরা