kalerkantho

সোমবার । ৩১ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৪ জুন ২০২১। ২ জিলকদ ১৪৪২

ভারতের কাছে হারের 'অদ্ভুত কারণ' বললেন টিম পেইন!

অনলাইন ডেস্ক   

১৩ মে, ২০২১ ১৬:২২ | পড়া যাবে ২ মিনিটেভারতের কাছে হারের 'অদ্ভুত কারণ' বললেন টিম পেইন!

মূল ক্রিকেটারদের ছাড়াই অস্ট্রলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জেতানোর অবিশ্বাস্য কাজটি করেছিল আজিঙ্কা রাহানের ভারত। সিরিজ জিতেছিল  ২-১ ব্যবধানে। সেই সিরিজে ভারত একাধিক তরুণ ক্রিকেটারকে খুঁজে পেয়েছে। তবে সিরিজ জয়ের জন্য রাহানেরা নাকি অস্ট্রেলীয়দের মন ক্রিকেট থেকেই সরিয়ে দিতে চেয়েছিল! এত দিন পর এমন দাবি করেছেন অজি টেস্ট অধিনায়ক টিম পেইন।

গত ডিসেম্বরে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচ ছিল গোলাপি বলে। সেই ম্যাচে হেরে গেলেও সিরিজ জিতে নেয় ভারত। বিরাট কোহলির অবর্তমানে নেতৃত্ব দেন রাহানে। সেই সিরিজে একাধিক সিনিয়র ক্রিকেটার চোটের কারণে দলের বাইরে ছিটকে যান। এরপর তরুণ ক্রিকেটারদের পারফরমেন্স ভর করে ভয়ংকর অস্ট্রেলিয়াকে পরাভূত করে ভারত। করোনার কারণে ব্রিসবেনে খেলতে যেতে চায়নি ভারত। মাঠের বাইরে তাদের আলোচনা পেইনদের বিপাকে ফেলে।

টিম পেইন বলেন, 'ভারত মাঠের বাইরের দিকে মন ঘুরিয়ে দিয়েছিল। এমন জিনিস নিয়ে ওরা কথা বলত যেগুলোর তেমন প্রয়োজন ছিল না। আমরা সেই ফাঁদে পা দিয়েছিলাম বলেই সিরিজ হারতে হয়। আদর্শ উদাহরণ হচ্ছে, শেষ টেস্ট ব্রিসবেনে হবে কি না- সেই প্রশ্ন উঠে  গিয়েছিল। কোথায় খেলা হবে সেটা জানতে আমাদের শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। এই ধরনের ঘটনাগুলোই খেলার থেকে আমাদের মনকে অন্যদিকে সরিয়ে দিয়েছিল।'সাতদিনের সেরা