kalerkantho

শুক্রবার । ১১ আষাঢ় ১৪২৮। ২৫ জুন ২০২১। ১৩ জিলকদ ১৪৪২

অধিনায়ক হিসেবে রেকর্ড গড়লেন বাবর আজম

অনলাইন ডেস্ক   

১১ মে, ২০২১ ১৫:২৯ | পড়া যাবে ১ মিনিটেঅধিনায়ক হিসেবে রেকর্ড গড়লেন বাবর আজম

পাকিস্তানের ক্রিকেটে এখন বেশ সুদিন চলছে। দক্ষিণ আফ্রিকার পর জিম্বাবুয়ের বিপক্ষেও বাবর আজমরা সিরিজ জিতে নিয়েছে। পাশাপাশি অধিনায়ক হিসেবে রেকর্ড গড়েছেন বাবর আজম। পাকিস্তানের প্রথম কোনো অধিনায়ক এনিয়ে প্রথম চার টেস্টেই জয় পেয়েছেন। এর আগে কোনো অধিনায়কের ভাগ্যে এই অর্জন জোটেনি।

বছরের শুরুতে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে দেয় পাকিস্তান। এরপর দক্ষিণ আফ্রিকায় গিয়েও তারা টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ জিতে নেয়। পরবর্তী সময়ে জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজ জিতেছে পাকিস্তান। এনিয়ে পাকিস্তানের টানা ৬ সিরিজ জয়ের ঘটনা। এর আগে এমন ঘটনা ঘটেছে ছয়বার।

২০১১-১২ সালে টানা ১৩টি সিরিজ জিতেছিল পাকিস্তান। ২০১৫-১৬ সালে পরপর তারা ৯টি সিরিজ জিতে। টানা ৮টি সিরিজে জয় আসে ২০০১-০২ সালে। ১৯৯৩-৯৪ এবং ২০১৭-১৮ সালে টানা ৬টি সিরিজ জিতেছিল পাকিস্তান। এবার বাবরের অধীনে টানা ৪ টেস্টে জয় এলো। আগামী আগস্ট এবং সেপ্টেম্বর মাসে ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের বিপক্ষে খেলার কথা আছে পাকিস্তানের।সাতদিনের সেরা