kalerkantho

বুধবার । ৯ আষাঢ় ১৪২৮। ২৩ জুন ২০২১। ১১ জিলকদ ১৪৪২

করোনার টিকা নিলেন বিরাট কোহলি

অনলাইন ডেস্ক   

১০ মে, ২০২১ ১৬:৩৬ | পড়া যাবে ১ মিনিটেকরোনার টিকা নিলেন বিরাট কোহলি

ভারত অধিনায়ক বিরাট কোহলি করোনাভাইরাসের টিকা গ্রহণ করেছেন। আজ সোমবার নিজের ইন্সটাগ্রামে স্টোরিতে টিকা নেওয়ার ছবি দিয়ে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। শুধু ছবি দেওয়া নয়, সাধারণ মানুষকেও দ্রুত টিকা নেওয়ার আবেদন জানিয়েছেন কোহলি। স্টোরিতে তিনি লেখেন, 'যত দ্রুত সম্ভব টিকা নিয়ে নিন। নিরাপদে থাকুন।'

করোনায় স্থগিত হয়ে গেছে আইপিএল। তাই কোহলিদের ভাবনায় এখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আর ইংল্যান্ড সফর। ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে যাওয়ার আগে ভারতীয় ক্রিকেটারদের টিকা দেওয়ার ব্যবস্থা করেছে বিসিসিআই। এর আগে ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী, আজিঙ্কা রাহানেরা টিকা নিয়েছেন। তারা দ্বিতীয় ডোজের টিকা নেবেন ইংল্যান্ডে।

আইপিএলের সুরক্ষা বলয় থেকে নিজের বাড়িতে ফিরেই কোভিড আক্রান্তদের সাহায্যের কাজে ঝাঁপিয়ে পড়েন কোহলি আর আনুশকা।নিজেরা ২ কোটি রুপি দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের কাছ থেকে ২৪ ঘণ্টায় ৩.৬ কোটি রুপি তুলতে সক্ষম হন এই তারকা দম্পতি। পাশাপাশি দুজনেই নিয়মিত সোশ্যাল সাইটে মানুষকে করোনার বিরুদ্ধে সচেতন করে যাচ্ছেন।সাতদিনের সেরা