kalerkantho

বৃহস্পতিবার । ১০ আষাঢ় ১৪২৮। ২৪ জুন ২০২১। ১২ জিলকদ ১৪৪২

বিশ্বের সকল মায়েদের জন্য টেন্ডুলকার-গেইলদের শ্রদ্ধা

অনলাইন ডেস্ক   

৯ মে, ২০২১ ২০:১৪ | পড়া যাবে ২ মিনিটেবিশ্বের সকল মায়েদের জন্য টেন্ডুলকার-গেইলদের শ্রদ্ধা

ছবি (ক্লকওয়াইজ) : বীরেন্দ্র শেবাগের মা, সৌরভ গাঙ্গুলীর মা এবং শচীন টেন্ডুলকারের মা। - টুইটার

আজ বিশ্ব মা দিবস। মা দিবসে মায়ের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানালেন বিশ্ব ক্রিকেটের তারকারা। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মায়ের সাথে ছবি পোস্ট করে ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার লিখেছেন, 'মায়েরা সব সময় তোমার জন্য প্রার্থনা করে যায়, সে তুমি যতই বড় হয়ে যাও। তাদের কাছে সব সময় তুমি ছোট থাকবে। আমি ভাগ্যবান আমার কাছে দু'জন মা রয়েছে যারা আমাকে সব সময় ভালবেসেছে। মা এবং কাকিমাকে মাতৃদিবসের শুভেচ্ছা।'

ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল টুইট করে লিখেন, 'মা দিবসের শুভেচ্ছা সব মায়েদের জন্য। দারুণ কাটুক আজকের দিনটি'। টুইট করেন ভারতের সাবেক ব্যাটসম্যাস সুরেশ রায়নাও। তিনি লিখেন, 'আমার শক্তির উৎস হওয়ার জন্য ধন্যবাদ মা। তুমি সব সময় আমাকে পথ দেখিয়েছ। তুমি আমার কাছে অনুপ্রেরণা। মা দিবসে সব মায়েদের জানাই শুভেচ্ছা।'

ভারতের সাবেক অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী তার মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায়, ভারতের সাবেক অধিনায়ককে খাবার বেড়ে দিচ্ছেন মা। সৌরভ লিখেন, 'শুভ মা দিবস। বয়স বাড়লেও মায়েরা বদলায় না।' সাবেক বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র শেবাগ তার মায়ের সঙ্গে ছোটবেলার একটি ছবি এবং এখনকার একটি ছবি পোস্ট করেন। তিনি তার মায়ের উদ্দেশে একটি কবিতাও লেখেন।সাতদিনের সেরা