kalerkantho

বৃহস্পতিবার । ১০ আষাঢ় ১৪২৮। ২৪ জুন ২০২১। ১২ জিলকদ ১৪৪২

'মায়েদের বুঝিয়ে দিন; কেন তারা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ'

অনলাইন ডেস্ক   

৯ মে, ২০২১ ১৬:৩৬ | পড়া যাবে ২ মিনিটে'মায়েদের বুঝিয়ে দিন; কেন তারা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ'

আজ বিশ্ব মা দিবস। সারাবিশ্বের সব সন্তানেরা নিজের মায়ের প্রতি ভালোবাসা জানাচ্ছেন। কেউ আজ মায়ের পাশে আছেন। কেউ হয়তো করোনা মহামারীর কারণে মায়ের কাছে যেতে পারছেন না। তবু যে যেভাবে পারেন, মায়ের প্রতি ভালোবাসা জানাচ্ছেন। বাদ যাননি জাতীয় দলের ক্রিকেটাররাও। সোশ্যাল সাইট ভরে উঠেছে মায়েদের প্রতি ভালোবাসায়।

মুশফিকুর রহিম তার পোস্টে স্মরণ করেছেন করোনা মহামারিতে পৃথিবী ছেড়ে চলে যাওয়া মায়েদের, 'সবাইকে সালাম ও মা দিবসের ভালবাসা এবং শুভেচ্ছা। এ বছরটা একটু ব্যতিক্রম। আমি জানি অনেকেই তাঁর মাকে হারিয়েছেন এই অতিমারীতে, আবার আমাদের অনেকেই ভাগ্যবান যে তাদের মা এখনো পাশে আছেন ছায়া হয়ে। আসুন সবাই যার যার মাকে নিয়ে প্রতিটি মুহূর্ত এমনভাবে কাটাই যেন তাঁরা কেন আমাদের জীবনে গুরুত্বপূর্ণ সেটা একটু হলেও বোঝানো সম্ভব হয়। সব মা’রাই এটার দাবীদার। সবাইকে মা দিবসের শুভেচ্ছা!'

মা ও শাশুড়ির সঙ্গে ছবি পোস্ট করে স্টাইলিস্ট ওপেনার লিটন দাস লিখেছেন, 'আমার দুই মায়ের জন্য মা দিবসের শুভেচ্ছা। একজন আমাকে জন্ম দিয়েছেন, আরেকজন জন্ম দিয়েছেন তাকে (স্ত্রী)। ভগবান কৃষ্ণ দুজনকেই সবসময় ভালো রাখুন। বিশ্বের সকল মাকে সৃষ্টিকর্তা ভালো এবং সুস্থ রাখুন।'

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল মায়ের সঙ্গে নিজের একটা ছবি, আর নিজের সন্তানদের সঙ্গে তার স্ত্রীর ছবি পোস্ট করে লিখেছেন, 'সকল মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।'

মাহমুদউল্লাহ মা দিবসে অভিবাদন জানিয়েছেন পৃথিবীর সব মাকে, 'সবাইকে বিশ্ব মা দিবসের শুভেচ্ছা। পৃথিবীর সব মাকে বড় একটা অভিবাদন জানাই।' সাতদিনের সেরা