kalerkantho

শুক্রবার । ৪ আষাঢ় ১৪২৮। ১৮ জুন ২০২১। ৬ জিলকদ ১৪৪২

ক্যারিবীয় কিংবদন্তির চোখে বুমরাহর ৪০০ টেস্ট উইকেট

অনলাইন ডেস্ক   

৯ মে, ২০২১ ১৫:২২ | পড়া যাবে ২ মিনিটেক্যারিবীয় কিংবদন্তির চোখে বুমরাহর ৪০০ টেস্ট উইকেট

ভারতের পেস রত্নের নাম জসপ্রিত বুমরাহ। সাম্প্রতিক সময়ে চোটে ভূগলেও বুমরাহর উজ্জ্বল ভবিষ্যত নিয়ে কারও কোনো সন্দেহ নেই। ক্যরিবিয়ান কিংবদন্তি পেসার কার্টলি অ্যামব্রোসের মতে, বুমরাহ সাদা পোশাকে ৪০০ উইকেট নিতে পারবেন। টেস্ট ইতিহাসে ৪০০ উইকেটের স্বাদ পাওয়া ১০ পেসারের একজন অ্যামব্রোস। তিনি খুব ভালো করেই জানেন যে, ৪০০ টেস্ট উইকেটের পেতে হলে কত কঠিন পথ পাড়ি দিতে হয়।

একটি ইউটিউব ক্রিকেট শোতে অ্যামব্রোস বলেন, 'ভারতের এখন দারুণ কিছু ফাস্ট বোলার আছে। আমি জাসপ্রিত বুমরাহর বড় ভক্ত। আমার দেখা অন্য সব বোলারের চেয়ে সে অনেক দিক থেকেই আলাদা। সে দারুণ কার্যকর এবং সামনে তাকে আরও ভালো করতে দেখতে মুখিয়ে আছি। যদি সে সুস্থ ও ফিট থাকে, লম্বা সময় খেললে সে অবশ্যই পারে। সে বল সিম করাতে পারে, সুইং করাতে পারে এবং দুর্দান্ত সব ইয়র্কার করতে পারে। লম্বা সময় যদি সে নিজেকে ধরে রাখতে পারে, আমি নিশ্চিত সে পারবে (৪০০ উইকেট নিতে)।'

তিনি আরও বলেন, 'ফাস্ট বোলিংয়ের ক্ষেত্রে, মূল ব্যাপারটি হলো ছন্দ। বল ডেলিভারির আগে ভালো রিদম গড়ে তুলতে হয়। বুমরাহর রান আপ ছোট্ট, প্রায় হেঁটেই যায়, ডেলিভারির আগে কয়েক পদক্ষেপ হালকা দৌড়ায় স্রেফ। তার মানে, শরীরের ওপর অনেকটা ধকল যায় ওর। তবে যদি সে যথেষ্ট শক্ত থাকতে পারে, আমার মনে হয় সে ঠিক থাকতে পারবে। স্রেফ সংক্ষিপ্ত রান আপের জন্য যথেষ্ট শক্ত থাকতে হবে তাকে। যদি তা করতে পারে, সে অনেক দূর যাবে।'সাতদিনের সেরা