kalerkantho

শনিবার । ৫ আষাঢ় ১৪২৮। ১৯ জুন ২০২১। ৭ জিলকদ ১৪৪২

সকল মায়ের হাসিতে আরো সুন্দর হোক এই পৃথিবী : সাকিব

অনলাইন ডেস্ক   

৯ মে, ২০২১ ১৩:৪০ | পড়া যাবে ১ মিনিটেসকল মায়ের হাসিতে আরো সুন্দর হোক এই পৃথিবী : সাকিব

আমাদের সবার জীবনের একমাত্র ভরসার জায়গা হলো মা। আর মায়ের সম্মানে একটি বিশেষ দিন পালন করা হয়, তা হলো মা দিবস। মে মাসের দ্বিতীয় রবিবার এ দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে সকল মাকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান।

ভেরিফাইড ফেসবুক পেজে মায়ের সঙ্গে ছবি আপলোড করেছেন সাকিব। ক্যাপশনে লিখেছেন, 'সকল মায়ের জীবন হোক সুখের। সব মায়েদের হাসিতে এই পৃথিবী হোক আরো সুন্দর। সবাইকে মা দিবসের শুভেচ্ছা'।

এছাড়া স্ত্রী শিশির এবং দুই কন্যার সঙ্গেও একটি ছবি শেয়ার করেছেন সাকিব। আইপিএল থেকে ফিরে বর্তমানে গুলশানের ফোর পয়েন্টস বাই শেরাটন হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন পালন করছেন এই অল-রাউন্ডার। ২৩ মে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামার কথা রয়েছে তার।সাতদিনের সেরা