kalerkantho

মঙ্গলবার । ৮ আষাঢ় ১৪২৮। ২২ জুন ২০২১। ১০ জিলকদ ১৪৪২

মানুষের বলে হাতির দুর্দান্ত 'ব্যাটিং', ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক   

৯ মে, ২০২১ ১২:৩৪ | পড়া যাবে ১ মিনিটেমানুষের বলে হাতির দুর্দান্ত 'ব্যাটিং', ভিডিও ভাইরাল

ক্রিকেটের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। প্রথম দিকে কয়েকটি দেশ ক্রিকেট খেললেও ধীরে ধীরে বাড়ছে ক্রিকেট খেলোড়ে দেশের সংখ্যা। খেলাটির জনপ্রিয়তা এখন এতটাই তুঙ্গে যে, কোথাও একটু ফাঁকা জায়গা পেলেই ক্রিকেটপ্রেমিরা মেতে উঠে খেলায়। এমনি একটি ভিডিও ভাইরাল হয়েছে। তবে সেখানে শুধু মানুষ নয়, তাদের সঙ্গে ক্রিকেট খেলছে একটি হাতিও।

শনিবার ভিডিওটি সামাজিক মাধ্যম টুইটারে শেয়ার করেছেন ইংল্যান্ড ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাইকেল ভন। ভিডিওতে দেখা যায়, একজন লোক বোলিং করছেন আর একটি হাতি তার শুঁড় দ্বারা ব্যাটের মতো কিছু একটা দিয়ে ক্রিকেট বলকে পিটিয়ে বিভিন্ন দিকে পাঠাচ্ছে। তার এসব শট দেখে তার সতীর্থরা উল্লাস করছেন।

ভিডিওটির ক্যাপশনে ভন লিখেছেন, 'নিশ্চিতভাবেই হাতিটির ইংল্যান্ডের পাসপোর্ট রয়েছে!'। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এতে ক্রিকেটপ্রেমিরা করছেন নানা রকমের মন্তব্য।

একজন লিখেছেন, 'এই পিচ ভয়ঙ্কর, এখানে ইংল্যান্ডের খেলোয়াররা খেলতে পারবেন না'। আরেকজন লিখেছেন, 'টি-টোয়েন্টিতে ডেভিড মালানের চেয়ে হাতিটি অনেক বেশি দক্ষ, মালানের পরিবর্তে ওকে (হাতিটিকে) দলে নিন'।
সূত্র : এনডিটিভিসাতদিনের সেরা