kalerkantho

শনিবার । ৫ আষাঢ় ১৪২৮। ১৯ জুন ২০২১। ৭ জিলকদ ১৪৪২

মরুর দেশে হতে পারে পিএসএলের বাকি অংশ

অনলাইন ডেস্ক   

৭ মে, ২০২১ ২০:০২ | পড়া যাবে ১ মিনিটেমরুর দেশে হতে পারে পিএসএলের বাকি অংশ

করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় গত ৪ মার্চ মাঝপথেই স্থগিত হয়ে যায় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসর।স্থগিত হওয়ার আগে পিএসএলের ১৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। প্লে-অফসহ বাকি আছে ২০টি ম্যাচ। পরিস্থিতি বিবেচনায় আগামী ১ জুন থেকে পুনরায় পাকিস্তানের মাটিতে শুরু হওয়ার কথা ছিল। বাকি ম্যাচ আয়োজনে দিনক্ষণও ঠিক করেছিলেন আয়োজকরা।

কিন্তু পরিস্থিতির আরও অবনতি হওয়ায় পিএসএলের বাকি ম্যাচ নিয়ে চিন্তায় পড়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে দেশের বাইরে পিএসএলের বাকি ম্যাচগুলো আয়োজন সম্ভাবনা তৈরি হয়েছে। বাকি ম্যাচগুলো আমিরাতে অনুষ্ঠিত হতে পারে। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও, আমিরাতে পিএসএলের বাকি থাকা ২০ ম্যাচ আয়োজনের ব্যাপারে আলোচনা অনেক দূর এগিয়েছে পিসিবি।

একটি সূত্র বলছে, আমিরাতে পিএসএলের বাকি ম্যাচ আয়োজনের ব্যাপারে এরই মধ্যে এমিরেটস ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করেছে পিসিবি। অংশগ্রহণকারী দলগুলোর পক্ষ থেকেই অনুরোধ করা হয়েছে, পিএসএলের বাকি ম্যাচগুলো যেন আমিরাতে আয়োজন করা হয়। এ বিষয়ে আবারো ভার্চুয়াল সভায় বসবে পিএসএল গভর্নিং কাউন্সিল।সাতদিনের সেরা