kalerkantho

মঙ্গলবার । ১ আষাঢ় ১৪২৮। ১৫ জুন ২০২১। ৩ জিলকদ ১৪৪২

পাকিস্তানের বিপক্ষে সিরিজ বাঁচাতে মাঠে নামছে জিম্বাবুয়ে

অনলাইন ডেস্ক   

৭ মে, ২০২১ ১০:১১ | পড়া যাবে ১ মিনিটেপাকিস্তানের বিপক্ষে সিরিজ বাঁচাতে মাঠে নামছে জিম্বাবুয়ে

ফাইল ছবি

হারারে স্পোর্টস ক্লাব মাঠে আজ থেকে শুরু হচ্ছে স্বাগতিক জিম্বাবুয়ে ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে ইনিংস ও ১১৬ রানে জিতে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে পাকিস্তান। সিরিজ বাঁচাতে তাই এই টেস্টে জিততেই হবে ব্রেন্ডন টেইলরদের।

এদিকে এই টেস্টকে সামনে রেখে ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। প্রথম টেস্ট খেলা ১১ জনের সঙ্গে যুক্ত হয়েছেন হারিস রউফ ও তাবিশ খান।

দুদলের সম্ভাব্য একাদশ

পাকিস্তান : আবিদ আলী, ইমরান বাট, আজহার আলী, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, হাসান আলী, নোমান আলী, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

জিম্বাবুয়ে : কেভিন কাসুজা, তারাসাই মুসাকান্দা, ব্রেন্ডন টেইলর (অধিনায়ক), ওয়েসলি মাধাভেরে, মিল্টন শুম্বা, রয় কাইয়া, রেগিস চাকাভা, ডোনাল্ড ত্রিরিপানো, টেন্ডাই চিসোরো/লুক জঙ্গুই, ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড নারাভা

সূত্র : ক্রিকবাজ।সাতদিনের সেরা