kalerkantho

সোমবার । ৩১ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৪ জুন ২০২১। ২ জিলকদ ১৪৪২

অতীতের হতাশা ভুলে সামনে তাকাচ্ছেন সৌম্য

অনলাইন ডেস্ক   

৬ মে, ২০২১ ১৭:৩৯ | পড়া যাবে ২ মিনিটেঅতীতের হতাশা ভুলে সামনে তাকাচ্ছেন সৌম্য

বাজে অতীতটা সবাই ভুলে যেতে চায়। কিন্তু ভোলা এত সহজ নয়। একটা জয় পারে টানা হারের স্মৃতি ভুলিয়ে দিতে। কিন্তু সব সংস্করণ মিলিয়ে টানা ১০ ম্যাচই তো বাংলাদেশ জয়হীন! এমতাবস্থায় সামনে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ। ক্রিকেটের এই ফরম্যাটেই বাংলাদেশ বেশ শক্তিশালী। তা ছাড়া এই সিরিজে আছেন সাকিব-মুস্তাফিজ। তাই অতীতের সব হতাশাজনক পারফরম্যান্স ভুলে সামনে তাকাতে চান সৌম্য সরকার।

বিসিবির পাঠানো ভিডিও বার্তায় এই ধারাবাহিকতার সমস্যায় ভোগা সৌম্য বলেন, 'বাংলাদেশের জন্য যেকোনো ম্যাচই গুরুত্বপূর্ণ। যেগুলো নিউজিল্যান্ডে হয়ে গেছে, ওগুলো নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। সামনের দিকে চিন্তা করাটাই ভালো। শ্রীলঙ্কার সঙ্গে আমাদের যে ওয়ানডে সিরিজটা আছে, আগেরগুলো ভুলে সবাই নতুন করে ভালো পারফর্ম করবে। ঘরের সিরিজ আমাদের ঘরেই থেকে যাবে। আমরা আশাবাদী, সব খেলোয়াড় দেশের মাটিতে ভালো খেলবে।'

আগামী ২৩ মে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রথম ওয়ানডে। একই স্টেডিয়ামে হবে বাকি দুটি ম্যাচ। শ্রীলঙ্কার মাটিতে খেলে আসার ক্রিকেটাররা বাড়তি সুবিধা পাবেন উল্লেখ করে তিনি বলেন, 'যারা শ্রীলঙ্কায় টেস্ট ম্যাচ খেলেছে, অনেকটা সময় ব্যাটিং করেছে বা বোলিং করেছে, এখানে যদি সেভাবেই লাইন-লেংথ ঠিক রেখে বোলিং করে বা শতভাগ দিয়ে ব্যাটিং করতে পারে, সিরিজটা খুব ভালো হবে।'

নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা সফরে সাকিব আল হাসান ছিলেন না। মুস্তাফিজ ছিলেন না শ্রীলঙ্কা সফরে। এই দুজনকে নিয়ে সৌম্য বলেন, 'সাকিব ভাই খেললে সব সময় দুইটা দিকই পাওয়া যায়। এটা অবশ্যই দলের জন্য অনেক বড় একটা ব্যাপার। আর মুস্তাফিজকে আমরা দেখছিলাম, আইপিএলে অনেক ভালো বল করছে। অবশ্যই দলের জন্য এটা খুব ভালো হবে যে তারা দুজন একসঙ্গে ফিরছে। আশা করব যে, তারা দুইজন অনেক ভালোভাবেই সিরিজটা শেষ করবে।'সাতদিনের সেরা