kalerkantho

বুধবার । ২৯ বৈশাখ ১৪২৮। ১২ মে ২০২১। ২৯ রমজান ১৪৪২

হোম কোয়ারেন্টিনে পাঠানো হলো মুমিনুলদের

অনলাইন ডেস্ক   

৪ মে, ২০২১ ১৮:১৮ | পড়া যাবে ১ মিনিটেহোম কোয়ারেন্টিনে পাঠানো হলো মুমিনুলদের

শ্রীলঙ্কা ফেরত ক্রিকেটারদের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনে যেতে হয়নি। এর বদলে দলের সবাইকে তিন দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। সাম্প্রতিক কোভিড পরিস্থিতির কারণে বিদেশ ফেরতদের জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার কঠোর নির্দেশনা জারি করছে সরকার। তবে ক্রিকেটারদের জন্য এই নির্দেশনা শিথিল করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকাল ৪টায় দেশের মাটিতে পা রেখেছেন মুমিনুলরা। কলম্বো থেকে ফ্লাইট যখন রওনা হয়, তখনও বিসিবি নিশ্চিত ছিল না যে ফেরার পর তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে নাকি হোম কোয়ারেন্টিনে। তবে শেষ পর্যন্ত ক্রিকেটাররা ঢাকায় আসার আগেই সিদ্ধান্ত হয়ে যায় যে তাদেরকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হবে।

শ্রীলঙ্কায় ২ ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সেখানে তারা সবাই জৈব সুরক্ষা বলয়ে ছিল। সর্বশেষ কোভিড পরীক্ষাতেও সবার নেগেটিভ রেজাল্ট এসেছে। এ কারণেই ক্রিকেটারদের জন্য নিয়ম শিথিল করা হয়েছে। তারপরেও প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য বিসিবি হোটেল ঠিক করে রেখেছিল। যদিও শেষ পর্যন্ত তা কাজে লাগেনি। সাতদিনের সেরা