kalerkantho

বুধবার । ২৯ বৈশাখ ১৪২৮। ১২ মে ২০২১। ২৯ রমজান ১৪৪২

তাসকিনের ক্যারিয়ার সেরা বোলিং ফিগার

অনলাইন ডেস্ক   

১ মে, ২০২১ ২১:০১ | পড়া যাবে ১ মিনিটেতাসকিনের ক্যারিয়ার সেরা বোলিং ফিগার

ছবি : এএফপি

বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় তরুণ পেসারটির নাম তাসকিন আহমেদ। চোটের বিরুদ্ধে লড়াই করে তিনি দুর্দান্তভাবেই ফিরে এসেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ৩৪.২ ওভার বল করে ১২৭ রানে ৪ উইকেট নেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। ৭ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এটিই তার সেরা বোলিং ফিগার।

২০১৭ সালের জানুয়ারিতে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাসকিনের টেস্ট অভিষেক হয়েছিল। ইনজুরি ও ফর্মহীনতার কারণে টেস্ট দলে নিজের জায়গাটা পাকা করতে পারেননি। তাই গত চার বছরে মাত্র ৭টি টেস্ট (চলমান ম্যাচসহ) খেলেছেন ২৬ বছর বয়সী তাসকিন। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকে জাতীয় দলে সুযোগ পাননি।

গত ফেব্রুয়ারিত ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে তাসকিন ছন্দে ফেরার ইঙ্গিত দেন। এরপর নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজে তিনিই ছিলেন দলের দলের সবচেয়ে ভীতি–জাগানিয়া বোলার। এবারের শ্রীলঙ্কা সফরের দ্বিতীয় ও শেষ ম্যাচে তাসকিন নিজেকে ছাড়িয়ে গেলেন। এর আগে তাসকিনের সেরা বোলিং ছিল ভারতের বিপক্ষে ৪৩ রানে ২ উইকেট।সাতদিনের সেরা