kalerkantho

শনিবার । ১৬ শ্রাবণ ১৪২৮। ৩১ জুলাই ২০২১। ২০ জিলহজ ১৪৪২

শুরু হলো পাকিস্তান-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ

অনলাইন ডেস্ক   

২৯ এপ্রিল, ২০২১ ১৪:৪৯ | পড়া যাবে ১ মিনিটেশুরু হলো পাকিস্তান-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ

স্বাগতিক জিম্বাবুয়ে ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হয়েছে। বৃহস্পতিবার হারারেতে প্রথম টেস্টে টসে জিতে ব্যাট করতে নেমেছে জিম্বাবুয়ে। ব্যাট হাতে তাদের শুরুটা অবশ্য ভালো হয়নি। শুরুতেই সাজঘরে ফিরে গেছেন তাদের দুই উদ্বোধনী ব্যাটসম্যান।

প্রতিবেদন লেখার সময় জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেটে ২৮ রান। তারিসাই মুসাকান্দা ১৪ ও ব্র্যান্ডন টেইলর ৩ রানে ব্যাট করছেন।

এর আগে ওপেনার প্রিন্স মাসবৌরে ১১ রান করে শাহিন শাহ আফ্রিদির শিকারে পরিণত হয়েছেন। আর রানের খাতা খোলার আগেই হাসান আলীর বলে বোল্ড হয়েছেন কেভিন কাসুজা।

টেস্ট সিরিজের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে দুই দল। সেখানে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে পাকিস্তান।সাতদিনের সেরা