kalerkantho

শনিবার । ২৫ বৈশাখ ১৪২৮। ৮ মে ২০২১। ২৫ রমজান ১৪৪২

দুই বিখ্যাত ক্রিকেটারকে চেনা যায়?

অনলাইন ডেস্ক   

২৮ এপ্রিল, ২০২১ ১৪:১৯ | পড়া যাবে ১ মিনিটেদুই বিখ্যাত ক্রিকেটারকে চেনা যায়?

ছবি: ইনস্টাগ্রাম

করোনা মহামারিতেও ভারতে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। প্রথম পর্বের ভেন্যুগুলোতে খেলা শেষ করে বিভিন্ন দলের ক্রিকেটাররা ভারতের এক শহর থেকে অন্য শহরে যাচ্ছেন। বায়ো-বাবলে থাকাকালীন সংক্রমিত হওয়ার সম্ভবনা থাকে না। তবে যখনই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হচ্ছে তখনই সংক্রমণের ভয় থেকে যাচ্ছে। তাই এক শহর থেকে আরেক শহরে যাতাযাতের ক্ষেত্রে ক্রিকেটাররা বেশ সতর্ক।

চেন্নাই পর্ব শেষ করে দিল্লিতে পৌঁছেছে হায়দরাবাদ দল। ভ্রমণকালের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন কেন উইলিয়ামসন। সে ছবিতে তার সঙ্গে রয়েছেন হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ছবিতে দেখা যাচ্ছে, ফুল পিপিই পরার পাশাপাশি তারা হুডেড প্রটেকটিভ স্যুট পরেছেন যাতে পুরো মুখটাও কভারে ঢাকা রয়েছে। ছবির ক্যাপশনে লিখেছেন, 'সুরক্ষিত থাকুন'।

আজ রাতেই মাঠে নামছে কেন উইলিয়ামসনরা। তাদের প্রতিপক্ষে ধোনির চেন্নাই সুপার কিংস। চলতি আসরে চেন্নাই ভালো অবস্থানে থাকলেও, বাজে অবস্থায় রয়েছে হায়দরাবাদ। ৫ ম্যাচে হায়দরাবাদের জয় মাত্র ১টিতে, রয়েছে পয়েন্ট তালিকার একেবারে তলানিতে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই হায়দরাবাদের।সাতদিনের সেরা