kalerkantho

বুধবার । ২৯ বৈশাখ ১৪২৮। ১২ মে ২০২১। ২৯ রমজান ১৪৪২

আমার ব্যাটসম্যান হওয়ার পেছনে এই ক্রিকেটীয় মহাপুরুষ : বিজয়

অনলাইন ডেস্ক   

২৪ এপ্রিল, ২০২১ ২০:৩৬ | পড়া যাবে ২ মিনিটেআমার ব্যাটসম্যান হওয়ার পেছনে এই ক্রিকেটীয় মহাপুরুষ : বিজয়

তিনি বিশ্বের লাখো লাখো তরুণ ক্রিকেটারের জন্য আদর্শ। ১৬ বছর বয়সে অভিষেকের পর ক্যারিয়ার শেষের আগেই তিনি কিংবদন্তি হয়ে গেছেন। আজ সেই শচীন রমেশ টেন্ডুলকারের জন্মদিন। বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটসম্যান এনামুল হক বিজয়ের অনুপ্রেরণার নামও শচীন। আজ ২৪ এপ্রিল ভারতের ক্রিকেট ঈশ্বর আজ ৪৮ বছরে পা দিয়েছেন। তার জন্মদিনে শুভকামনা জানিয়েছেন এনামুল হক বিজয়।

সোশ্যাল সাইটে বিজয় লিখেছেন, 'শচীন রমেশ টেন্ডুলকার- একজন ক্রিকেটীয় মহাপুরুষ। আমার ক্রিকেট খেলার এবং ব্যাটসম্যান হওয়ার পেছনে যদি কোনো মানুষের সবচেয়ে বেশী প্রভাব থেকে থাকে- তাহলে তিনি সেই ব্যক্তি। তাকে নিয়ে বইয়ের পর বই লেখা সম্ভব একজন ক্রিকেটপ্রেমীর জন্য, এবং তা সব পড়ে ফেলতে পারবে যারা তাদের মধ্যে আমি থাকব একজন বিশ্বাস করি।'

'এই তো মনে পরে যায় সেদিনের কথা- ২০১২ এশিয়া কাপ, বাংলাদেশের মিরপুর হোম অব ক্রিকেটে হাঁকালেন এক অদ্বিতীয় সেঞ্চুরি। তার শততম আন্তর্জাতিক শতক!   আমি সেদিন দলে ছিলাম, সম্ভবত ওটা আমাদের জন্য অন্যতম স্মরণীয় একটি সিরিজ ইতিহাসের। ম্যাচটায় জয়লাভ করেছিলাম আমরা- বাংলাদেশ। কিন্তু কেন জানি আজও মনে হয় এইতো সেদিনই- নিজের ক্রিকেটীয় নায়কের মহারচনার অন্যতম সাক্ষী হওয়ার সৌভাগ্য হয়েছিল যেদিন।

'সেঞ্চুরি করার প্রতি যে আকর্ষণ বা আবেগ আমাদের ব্যাটসম্যানদের মাঝে সবসময় কাজ করে, আমার মতে শচীন টেন্ডুলকারের প্রভাব সেখানে অন্যরকম। অন্তত আমার কাছে তিনি একজন মহাপুরুষ, যার একটি ইনিংসের হাইলাইটস থেকে পাওয়ার আছে অনেক কিছু। সেই ছোট থেকে শতশত ম্যাচ বিষ্ময় ও মুগ্ধতার সাথে দেখে গিয়েছি তার, এখন সুবর্ণ হাইলাইটসগুলোই একজন ব্যাটসম্যানের মনের প্রশান্তি।'

'প্রাণঢালা জন্মদিনের শুভেচ্ছা জানাই সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে সমাদৃত, আমার ব্যাটিং হিরো- দ্যা লেজেন্ড শচীন রমেশ টেন্ডুলকার স্যারকে।'সাতদিনের সেরা