kalerkantho

বুধবার । ২৯ বৈশাখ ১৪২৮। ১২ মে ২০২১। ২৯ রমজান ১৪৪২

ম্যাজিকে রুমালকে লাঠি বানিয়েছিলেন প্রোটিয়া স্পিনার শামসি! (ভিডিও)

অনলাইন ডেস্ক   

২৪ এপ্রিল, ২০২১ ১২:৫৩ | পড়া যাবে ১ মিনিটেম্যাজিকে রুমালকে লাঠি বানিয়েছিলেন প্রোটিয়া স্পিনার শামসি! (ভিডিও)

টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানকে প্রথমবারের মতো হারানোর ম্যাচে অদ্ভুত উদযাপনে মেতেছিলেন জিম্বাবুয়েন বোলার লুক জঙ্গি। উইকেট পাওয়ার পর নিজের জুতা খুলে কানের কাছে নিয়ে উদযাপন করেছেন বারবার। মনে হচ্ছিল জুতাকে মোবাইল ফোন বানিয়ে কারো সঙ্গে কথা বলছেন তিনি।

ক্রিকেটে প্রায় সব বোলারেরই কিছু 'ট্রেডমার্ক' উদযাপন স্টাইল থাকে। পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার যেমন দুই হাত প্রসারিত করে পাখির মতো উড়তেন, ব্রেট লি করতেন করাত দিয়ে গাছ কাটার ভঙ্গি। বর্তমান সময়ের ক্যারিবিয়ান পেসার শেলডন কটরেল উইকেট পাওয়ার পর জানান স্যালুট। তবে উদযাপনের স্টাইলের ক্ষেত্রে সম্ভবত সবাইকে ছাড়িয়ে গেছেন দক্ষিণ আফ্রিকার চায়নাম্যান বোলার তারবাইজ শামসি। গতকাল জিম্বাবুয়ের জয়ের নায়ক লুক জঙ্গি যে উদযাপন করেছেন সেটা মূলত শামসিকে অনুকরণ করেই।

তবে শামসির যে উদযাপনটি ক্রিকেটপ্রেমীদের সবচেয়ে বেশি আকর্ষিত করেছিল সেটা হলো হাতের রুমালকে ম্যাজিকের মাধ্যমে বড় লাঠি বানিয়ে ফেলা। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগের ম্যাচে এমন উদযাপন করেছিলেন টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের এই শীর্ষ বোলার।সাতদিনের সেরা