kalerkantho

মঙ্গলবার । ৮ আষাঢ় ১৪২৮। ২২ জুন ২০২১। ১০ জিলকদ ১৪৪২

বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচে করোনার হানা!

অনলাইন ডেস্ক   

২৩ এপ্রিল, ২০২১ ২০:৩৩ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচে করোনার হানা!

মেঘে ঢাকা পাল্লেকেলের আকাশ। ছবি : এএফপি

করোনাভাইরাসের থেকে সুরক্ষিত এশিয়ান দেশগুলোর শীর্ষে আছে শ্রীলঙ্কা। দেশটিকে করোনাবিধি খুব কঠোর। সবাই মেনেও চলে। এরপরেও বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের মাঝেই দেখা দিল করোনা আতঙ্ক। তবে কোনো খেলোয়াড় নয়; দায়িত্বরত একজন মাঠকর্মীর দেহে করোনাভাইরাসের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে।

বাংলাদেশ-শ্রীলঙ্কার দুই ম্যাচের এই সিরিজ আয়োজিত হচ্ছে জৈব-সুরক্ষা বলয়ে। মাঠে নেই কোনো দর্শক। তারপরেও পাল্লেকেলেতে চলমান প্রথম টেস্টের আজ তৃতীয় দিনে সেই মাঠকর্মী করোনা পজিটিভ হয়েছেন। সাথে সাথেই সেই মাঠকর্মী এবং তার সংস্পর্শে আসা আরও ৯জনকে আইসোলেশনে পাঠানো হয়েছে।

 শ্রীলঙ্কা ক্রিকেটের মিডিয়া ম্যানেজার প্রসন্ন রদ্রিগো এই তথ্য ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ কে নিশ্চিত করে বলেছেন, 'মাঠে প্রবেশের আগে আমরা নিয়মিত যে কোভিড পরীক্ষা করাই, সেখানেই এক অস্থায়ী মাঠকর্মীর কোভিড শনাক্ত হয়েছে শুক্রবার। শনাক্ত হওয়ার পরপরই তাকে ও তার সরাসরি সংস্পর্শে আসা আরও ৯ জনকে স্বাস্থ্য প্রটোকল অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।'সাতদিনের সেরা