kalerkantho

শুক্রবার। ৩১ বৈশাখ ১৪২৮। ১৪ মে ২০২১। ০২ শাওয়াল ১৪৪২

শান্ত-তামিম-মুমিনুলের ব্যাটে চালকের আসনে বাংলাদেশ

অনলাইন ডেস্ক   

২১ এপ্রিল, ২০২১ ১৮:০৯ | পড়া যাবে ১ মিনিটেশান্ত-তামিম-মুমিনুলের ব্যাটে চালকের আসনে বাংলাদেশ

ক্যান্ডির পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে চালকের আসনে রয়েছে বাংলাদেশ। শুরুতেই উইকেট হারালেও সেই ধাক্কা সামলে প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে রয়েছে মুমিনুলবাহিনী।

প্রথম দিন শেষে ৯০ ওভারে ২ উইকেটে ৩০২ রান করেছে টাইগাররা। এতে সবচেয়ে বড় অবদান তিনে নামা নাজমুল হোসেন শান্তর। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। দিন শেষে ২৮৮ বলে ১২৬ রানে অপরাজিত আছেন এই বাঁহাতি। তবে ক্যারিয়ারের দশম শতক পাওয়া হলো না তামিম ইকবালের। ১০১ বলে ৯০ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরতে হয়েছে তাকে।

অধিনায়ক মুমিনুল হকও খেলছেন দায়িত্ব নিয়ে। ১৫০ বলে ৬৪ রানে অপরাজিত আছেন তিনি। চতুর্থ উইকেটে শান্তর সঙ্গে গড়েছেন অবিচ্ছিন্ন ১৫০ রানের জুটি। 

এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুমিনুল হক। দলীয় ৮ রানের মাথায় সাজঘরে ফিরেন ওপেনার সাইফ হাসান। রানের খাতা খোলার আগেই এলবিডাব্লিউ হন তিনি। আজ সারা দিনে বাংলাদেশের যে দুটি পড়েছে সেই দুটি উইকেটই নিয়েছেন লঙ্কান পেসার বিশ্ব ফার্নান্দো।সাতদিনের সেরা