kalerkantho

মঙ্গলবার । ৪ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৮ মে ২০২১। ৫ শাওয়াল ১৪৪

পাকিস্তান-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ

অনলাইন ডেস্ক   

২১ এপ্রিল, ২০২১ ১২:০৯ | পড়া যাবে ১ মিনিটেপাকিস্তান-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ

স্বাগতিক জিম্বাবুয়ে ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ।বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি।

এই সিরিজের সবগুলো ম্যাচই আয়োজন করা হবে হারারেতে। ২৩ এবং ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে বাকি দুটি টি-টোয়েন্টি। টি-টোয়েন্টি সিরিজের পর দুই ম্যাচের টেস্ট সিরিজও খেলবে দুদল। ২৯ এপ্রিল থেকে মাঠে গড়াবে টেস্ট সিরিজ।

এই সফরে বোলিং কোচ ওয়াকার ইউনিসকে পাচ্ছে না পাকিস্তান। স্ত্রীর অপারেশনের জন্য বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন ওয়াকার। জিম্বাবুয়ে সফরে আর দলের সঙ্গে যোগ দেওয়া হবে না তার।সাতদিনের সেরা