kalerkantho

বুধবার । ২৮ বৈশাখ ১৪২৮। ১১ মে ২০২১। ২৮ রমজান ১৪৪২

কোহলি কন্যার ভিডিও সোশ্যাল সাইটে (ভিডিওসহ)

অনলাইন ডেস্ক   

২০ এপ্রিল, ২০২১ ২১:৩৩ | পড়া যাবে ১ মিনিটেকোহলি কন্যার ভিডিও সোশ্যাল সাইটে (ভিডিওসহ)

গত জানুয়ারিতে ভারত অধিনায়ক বিরাট কোহলি আর আনুশকা শর্মার ঘর আলো করে এসেছে কন্যাসন্তান। নাম করণ হয়েছে 'ভামিকা'। তবে এখন পর্যন্ত সোশ্যাল সাইটে ভামিকার স্পষ্ট কোনো ছবি প্রকাশ করেননি এই তারকা দম্পতি। এবার আইপিএলের মাঝে কোহলি কন্যার ভিডিও আবারও সোশ্যাল সাইটে ভাইরাল হলো। 

চলতি আইপিএলে এখন পর্যন্ত টানা তিন ম্যাচে জয় পেয়েছে কোহলির ব্যাঙ্গালুরু। কোনোবার ট্রফি জিততে না পারা কোহলি এবার সর্বশক্তি দিয়ে আইপিএল জিততে চান। মুস্তাফিজদের রাজস্থান রয়্যালসের মুখোমুখি হতে কোহলিরা গত রবিবার চেন্নাই থেকে মুম্বাইয়ে গেছেন। ম্যাচ আগামী ২২ এপ্রিল। মুম্বাই বিমানবন্দরেই এই দম্পতিকে ক্যামেরাবন্দি করেন অজ্ঞাত একজন।

ভিডিওতে দেখা যায়, করোনা থেকে বাঁচতে সুরক্ষার ত্রুটি রাখেননি কোহলি। তিনি আর আনুশকা দুজনই মাস্ক ও ফেস-শিল্ড পরে ছিলেন। আনুশকার সামনে একটি বেবি ব্যাগে পরম যত্নে আছে ছোট্ট ভামিকা। ছোট এই ভিডিও ক্লিপিংস সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে। এই তারকা পরিবারকে শুভকামনায় ভরিয়ে দিচ্ছেন ভক্তরা।সাতদিনের সেরা