kalerkantho

রবিবার। ২ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৬ মে ২০২১। ০৩ শাওয়াল ১৪৪২

ধোনিদের বিপক্ষে ফিল্ডিংয়ে মুস্তাফিজরা

অনলাইন ডেস্ক   

১৯ এপ্রিল, ২০২১ ১৯:৩৯ | পড়া যাবে ১ মিনিটেধোনিদের বিপক্ষে ফিল্ডিংয়ে মুস্তাফিজরা

ছবি : আইপিএল

চলতি আইপিএলে নিজেদের তৃতীয় ম্যাচে আজ চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস। ইতোমধ্যেই টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন কিংস অধিনায়ক সঞ্জু স্যামসন। গত ম্যাচে দুর্দান্ত বোলিং করার সুবাদে একাদশে জায়গা পাকা করে ফেলেছেন 'কাটার মাস্টার' খ্যাত মুস্তাফিজুর রহমান। রাজস্থান একাদশে কোনো পরিবর্তন আসেনি। গত ম্যাচের উইনিং কম্বিনেশনই তারা ধরে রেখেছে।

প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে হেরে গিয়েছিল রাজস্থান রয়্যালস। দ্বিতীয় ম্যাচেই তারা ঘুরে দাঁড়ায়। মুস্তাফিজের ক্ষুরধার বোলিং আর ক্রিস মরিসের দুর্দান্ত ব্যাটিংয়ে তারা হারিয়ে দেয় দিল্লি ক্যাপিটালসকে। মুস্তাফিজ নিয়েছিলেন ২৯ রানে ২ উইকেট।

রাজস্থান একাদশ : জস বাটলার, মানান ভোরা, সঞ্জু স্যামসন (অধিনায়ক, উইকেটকিপার), ডেভিড মিলার, শিবম দুবে, রায়ান পরাগ, ক্রিস মরিস, রাহুল তেওয়াটিয়া, জয়দেব উনাদকাট, চেতন সাকারিয়া, মুস্তাফিজুর রহমান।

চেন্নাই একাদশ : রুতুরাজ গায়ড়োকাড়, ফফ ডুপ্লেসিস, মইন আলী, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, স্যাম কারান, রবিন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), ডোয়েন ব্র্যাভো, শার্দুল ঠাকুর, দিপক চাহার।সাতদিনের সেরা