kalerkantho

বৃহস্পতিবার । ২৩ বৈশাখ ১৪২৮। ৬ মে ২০২১। ২৩ রমজান ১৪৪২

শ্রীলঙ্কার থেকে আমরা পিছিয়ে নেই : মিরাজ

অনলাইন ডেস্ক   

১৬ এপ্রিল, ২০২১ ২০:৪৬ | পড়া যাবে ২ মিনিটেশ্রীলঙ্কার থেকে আমরা পিছিয়ে নেই : মিরাজ

ফাইল ছবি : শ্রীলঙ্কা ক্রিকেট

একাধিকবার স্থগিত হওয়ার পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন শ্রীলঙ্কায়। ২০১৯ সালের জুলাইয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সর্বশেষ দ্বীপরাষ্ট্রে ভ্রমণ করেছিল টাইগাররা। তবে ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবালের দলকে ধোলাই হতে হয়েছে। এর আগের বছর নিদাহাস ট্রফি খেলতে শ্রীলঙ্কায় গিয়ে ভারতের বিপক্ষে ফাইনালে অল্পের জন্য জেতা হয়নি। অবশ্য ২০১৭ শ্রীলঙ্কার মাটিতে শততম টেস্ট জয়ের মধুর স্মৃতিও আছে। তাই এবারের সফরে আত্মবিশ্বাসী টাইগাররা।

তরুণ অল-রাউন্ডার মেহেদি হাসান মিরাজ এই নিকট অতীতের রেকর্ড থেকে সাহস পাচ্ছেন। আজ বিসিবির পাঠানো ভিডিওবার্তায় তিনি বলেন, 'আমরা এর আগে শ্রীলঙ্কাতে যতবারই খেলেছি, ভালো ক্রিকেট খেলেছি। নিদাহাস ট্রফিতে অল্পের জন্য জিততে পারিনি, তারপর শ্রীলঙ্কা সিরিজে যখন ওয়ানডে সিরিজ খেলেছি, ওরা একটা জিতেছে, আমরা একটা জিতেছি, টেস্টেও ১-১ ছিল। ওদের থেকে গত ৩-৪ বছরে আমরা কিন্তু পিছিয়ে নেই।'

ঐতিহাসিক শততম টেস্ট জয়ের স্মৃতিচারণ করে মিরাজ বলেন, 'শততম টেস্ট জয় খুবই ভালো লাগার স্মৃতি। কারণ, শ্রীলঙ্কার মাটিতে আমরা প্রথম টেস্ট ম্যাচ জিতেছিলাম, ওই মুহূর্ত অবশ্যই ভালো লেগেছিল। আর দলের সবাই নিবেদিত ছিল ভালো ক্রিকেট খেলার জন্য। যেভাবেই হোক ম্যাচটা জিততে হবে এই পণ ছিল। সবাই বলছিল কিছু একটা করতে হবে, নিজেদের সর্বোচ্চটা দিতে হবে। খেলার সময়ও প্রত্যেকের মধ্যেই ওই ম্যাচ জেতার শরীরী ভাষা ছিল। ভালো সময়, খারাপ সময়, সবই গেছে পাঁচ দিন। শেষ পর্যন্ত আমরা যখন জিতে যাই, তখন খুব আনন্দ লেগেছিল।'সাতদিনের সেরা