kalerkantho

রবিবার । ৩০ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৩ জুন ২০২১। ১ জিলকদ ১৪৪২

প্রথম ম্যাচেই মাঠে নামলেন মুস্তাফিজ

অনলাইন ডেস্ক   

১২ এপ্রিল, ২০২১ ২০:০৩ | পড়া যাবে ১ মিনিটেপ্রথম ম্যাচেই মাঠে নামলেন মুস্তাফিজ

আইপিএলের মঞ্চে আজ সোমবার প্রথম ম্যাচ খেলতে নেমেছে রাজস্থান রয়্যালস। পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে আজ রাজস্থান একাদশে আছেন 'কাটার মাস্টার' খ্যাত মুস্তাফিজুর রহমান। গতকাল বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানও কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচে খেলতে নেমেছিলেন। মুম্বাইয়ে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে রাজস্থান রয়্যালস।

চেতন শাকারিয়া এবং মুস্তাফিজকে দিয়ে বোলিং উদ্বোধন করায় রাজস্থান। নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলেই মায়াঙ্ক আগরওয়ালকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলেন মুস্তাফিজ। কিন্তু আম্পায়ার আবেদনে সাড়া দেননি। রাজস্থান রিভিউও নেয়নি। পরে টিভি রিপ্লেতে স্পষ্ট দেখা যায়, সেটি আউট ছিল। শেষ বলে মিসফিল্ডিংয়ের দরুণ একটি বাউন্ডারি হজম করতে হয় দ্য ফিজকে।

প্রথম ওভারে মুস্তাফিজ রান দিয়েছেন ১১। এর মাঝে একটি ওয়াইড বলও ছিল। ইনিংসের তৃতীয় ওভার সাফল্য পায় রাজস্থান। চেতনের বলে উইকেটের পেছনে অধিনায়ক সঞ্জু স্যামনের তালুবন্দি হন ৯ বলে ১৪ রান করা মায়াঙ্ক আগরওয়াল। এই রিপোর্ট লেখা পর্যন্ত ২.৪ ওভারে পাঞ্জাবের সংগ্রহ ১ উইকেটে ২২ রান। সাতদিনের সেরা