kalerkantho

রবিবার । ৩০ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৩ জুন ২০২১। ১ জিলকদ ১৪৪২

হাঁটুর ইনজুরির কারণে মৌসুম শেষ ভাসকুয়েজের

অনলাইন ডেস্ক   

১২ এপ্রিল, ২০২১ ১৯:৪২ | পড়া যাবে ১ মিনিটেহাঁটুর ইনজুরির কারণে মৌসুম শেষ ভাসকুয়েজের

হাঁটুর গুরুতর লিগামেন্ট ইনজুরির কারণে রিয়াল মাদ্রিদের উইঙ্গার লুকাস ভাসকুয়েজ মৌসুমের বাকি সময়টা আর মাঠে নামতে পারছেন না। রবিবার এল ক্ল্যাসিকোতে বার্সেলোনার বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচটিতে ভাসকুয়েজ হাঁটুর ইনজুরিতে পড়েন। এ বারের মৌসুমে ইনজুরি আক্রান্ত ডানি কারভাহালের অনুপস্থিতিতে প্রায় প্রতিটি ম্যাচে ভাসকুয়েজ রাইট-ব্যাক পজিশনে খেলেছেন।

শনিবার বার্সেলোনার সার্জিও বুস্কেটসের সাথে কঠিন একটি চ্যালেঞ্জে হাঁটুতে আঘাত পেয়ে ৪৩ মিনিটে মাঠত্যাগে বাধ্য হন এই স্প্যানিশ মিডফিল্ডার। বার্সেলোনার বিপক্ষে সতীর্থ করিম বেনজেমার প্রথম গোলে ভাসকুয়েজের অবদান ছিল। এর মাধ্যমে টানা ষষ্ঠ জয় তুলে নিয়ে লা লিগা টেবিলের শীর্ষে ওঠার পথ অনেকটাই প্রশস্ত করেছে রিয়াল মাদ্রিদ।

গত বুধবার লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-১ গোলের জয়ের ম্যাচটিতেও ভাসকুয়েজ মূল একাদশেই খেলেছেন। চলতি সপ্তাহে এ্যানফিল্ডে দ্বিতীয় লেগের ম্যাচে তার স্থানে হয়তো আলভারো ওড্রিজোলাকে মূল দলে দেখা যাবে।সাতদিনের সেরা