kalerkantho

বুধবার । ২৯ বৈশাখ ১৪২৮। ১২ মে ২০২১। ২৯ রমজান ১৪৪২

দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা মুখোমুখি

অনলাইন ডেস্ক   

১২ এপ্রিল, ২০২১ ১৪:০৫ | পড়া যাবে ১ মিনিটেদ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা মুখোমুখি

চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে পাকিস্তান। সিরিজে সমতা ফেরাতে তাই আজকের ম্যাচে  জিততে হবে প্রোটিয়াদের। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।

আজকের ম্যাচেও শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে পাকিস্তান। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা খেলছে খর্ব শক্তির দল নিয়ে। আইপিএল খেলতে ইতোমধ্যে ভারতে চলে গেছেন ডি কক- রাবাদাসহ পাঁচ প্রোটিয়া ক্রিকেটার। তারা পাঁচ জন হচ্ছেন– কুইন্টন ডি কক, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, ডেভিড মিলার ও অ্যানরিখ নরকিয়া। তাদের মধ্যে রাবাদা ও নরকিয়া দিল্লী ক্যাপিটালস, ডি কক মুম্বাই ইন্ডিয়ান্স, মিলার রাজস্থান রয়্যালস এবং লুঙ্গি খেলবেন চেন্নাই সুপার কিংসের হয়ে।

টি-টোয়েন্টি সিরিজের আগে ওয়ানডে সিরিজে অংশ নেয় দুদল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে জিতে পাকিস্তান। সাতদিনের সেরা