kalerkantho

রবিবার । ৩০ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৩ জুন ২০২১। ১ জিলকদ ১৪৪২

ভারোত্তলনে সোনা জয়ী নাজনীনের গল্প

অনলাইন ডেস্ক   

১১ এপ্রিল, ২০২১ ২০:৪৫ | পড়া যাবে ১ মিনিটেভারোত্তলনে সোনা জয়ী নাজনীনের গল্প

সদ্যঃসমাপ্ত বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস ২০২০ এ ভারোত্তলনে সোনা জিতেছেন নাজনীন আক্তার মুন্নী। গড়েছেন জাতীয় রেকর্ড। নাজনীনের বাবা আব্দুর রশিদ এবং মাসুমা বেগম। ভবিষ্যতে আরো ভালো কিছু করার প্রত্যয় জানিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর এই ক্রীড়াবিদ কালের কণ্ঠকে শুনিয়েছেন তার সাফল্যের গল্প।

নাজনীন বলেছেন, 'আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে জিম করতাম। সেখানে একজন নারী ভারোত্তলন খেলোয়াড় সবিনা সুলতানা মিনা অনুশীলন করতেন। আমি তার অনুশীলন দেখে আগ্রহী হই। তার কাছে আগ্রহের কথা প্রকাশ করলে সে আমাকে অনুশীলন করাতে শুরু করে। কাজল স্যারও আমাকে অনুশীলনে সাহায্য করতেন'।

তিনি আরো বলেন, 'সেই জিমনেশিয়ামে অনুশীলন করতে করতেই আমি ভারোত্তলন শিখে যাই। তাদের দুজনের (মিনা এবং কাজল) হাত ধরেই আমি ভারোত্তলনের জগতে প্রবেশ করি। সেই পথ পরিক্রমায় আমি বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে স্বর্ণপদক লাভ করি। এর পেছনে বর্তমান কোচ শাহিয়ার সুলতানা সুচির অসামান্য অবদান রয়েছে। এমন অর্জনে আমি আমার কোচ, পরিবার এবং টিমের সকল সদস্যকে জানাই ভালোবাসা ও অভিনন্দন'।সাতদিনের সেরা