kalerkantho

বুধবার । ২৯ বৈশাখ ১৪২৮। ১২ মে ২০২১। ২৯ রমজান ১৪৪২

জন্মদিনে অধিনায়ক জানালেন প্রিয় ফুটবলারের নাম

অনলাইন ডেস্ক   

১০ এপ্রিল, ২০২১ ২০:১৮ | পড়া যাবে ২ মিনিটেজন্মদিনে অধিনায়ক জানালেন প্রিয় ফুটবলারের নাম

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক তথা দেশের ফুটবলের 'পোস্টার বয়' খ্যাত জামাল ভূঁইয়ার আজ জন্মদিন। আজ ৩১ বছরে পা দিলেন টাইগার ক্যাপ্টেন। এমন বিশেষ দিনে তিনি সোশ্যাল সাইটে জানালেন নিজের প্রিয় ফুটবলারের নাম। গত এক যুগ ধরে ফুটবলবিশ্ব শাসন করে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো আর লিওনেল মেসি। জামালের প্রিয় ফুটবলার কিন্তু এই দুজনের কেউ নন।

নিজের জন্মদিন উপলক্ষে ফেসবুকে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিওর ৯ নম্বর জার্সি পরা একটি ছবি পোস্ট করেছেন জামাল। ক্যাপশনে লিখেছেন, 'ছোটবেলা থেকেই ব্রাজিলের রোনালদো নাজারিও আমার প্রিয় ফুটবলার। ১৯৯৮ সালে এই ছবি তোলা হয়েছে, ফ্রান্সে তখন বিশ্বকাপ চলছিল। আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোয় সবাইকে ধন্যবাদ। ভালোবাসি সবাইকে'।

১৯৯৪ সালে ব্রাজিলের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছিলেন ১৭ বছর বয়সী রোনালদো। তবে সেই আসরে তার কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি। ১৯৯৮ সালে পরের বিশ্বকাপে ৪ গোল করে নিজের জাত চেনান রোনালদো। ফুটবলবিশ্ব পেয়ে যায় এক সুপারস্টারকে। তখন থেকেই রোনালদোর ভক্ত জামাল। নেপালে ত্রিদেশীয় সিরিজ শেষ করে জামাল এখন ছুটি কাটাচ্ছেন।সাতদিনের সেরা