kalerkantho

শনিবার । ২৫ বৈশাখ ১৪২৮। ৮ মে ২০২১। ২৫ রমজান ১৪৪২

অভিনয় করছিলেন আর কপাল চাপড়াচ্ছিলেন রাহুল দ্রাবিড়!

অনলাইন ডেস্ক   

১০ এপ্রিল, ২০২১ ১৬:৫৩ | পড়া যাবে ২ মিনিটেঅভিনয় করছিলেন আর কপাল চাপড়াচ্ছিলেন রাহুল দ্রাবিড়!

'দ্য ওয়াল' খ্যাত ভারতের সাবেক ব্যাটিং কিংবদন্তি রাহুল দ্রাবিড় অভিনীত একটা বিজ্ঞাপন সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে গেছে। একটি বিজ্ঞাপনের অংশ হিসেবে ওই ভিডিও শেয়ার করে খোদ বিরাট কোহলি জানিয়েছেন, রাহুল ভাইয়ের এ রকম রূপ তিনি আগে দেখেননি। এতে অভিনয় করতে গিয়ে রাহুল দ্রাবিড়ের অবস্থা করুণ হয়ে গিয়েছিল। শান্ত স্বভাবের দ্রাবিড় কিনা বিজ্ঞাপনে চিৎকার করে মানুষকে হুমকি দিচ্ছেন!

বিজ্ঞাপনে দেখা গেছে দ্রাবিড় লম্বা ট্রাফিকে বিরক্ত হয়ে কখনও অন্য ড্রাইভারকে চোখ রাঙাচ্ছেন, কখনও জানলায় কফি ছুড়ে মারছেন, আবার কখনও ব্যাট দিয়ে অন্য গাড়ির আয়না ভেঙে দিচ্ছেন। একদম শেষে সানরুফ থেকে বেরিয়ে ব্যাট হাতে সদর্পে ঘোষণা করছেন, 'আমি ইন্দিরানগরের গুন্ডা'। শান্তশিষ্ট দ্রাবিড়ের এই রূপ তো কেউ কখনই দেখেনি। 'দ্য ওয়াল', 'জ্যামি', 'মিস্টার ডিপেন্ডেবল' নামগুলোর পর তার নতুন নাম, 'ইন্দিরানগর কা গুন্ডা' ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

বিজ্ঞাপনটির পরিচালক আয়াপ্পা কে এম শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে বলেছেন, 'প্রতিবার চিৎকার করার পরই কপাল চাপড়ে ধরে রাহুল বলত, এটা আমি কী করছি? কেন করছি? একজন মানুষ নিজের অপছন্দের কোনো কাজ করছে, সেটা দেখতে আমাদের বেশ ভালো লেগেছে। আমার মনে হয় ভিডিওতে রাহুলকে দেখে শখের অভিনেতা মনে হয়েছে, যেটা দারুণ। লোকে তার অভিনয় দক্ষতার থেকে ক্রিকেটীয় দক্ষতা সম্পর্কেই বেশি জানে। এবার সবাই রাহুলের নতুন এক রূপ দেখল, যা কোনোদিন কেউ দেখেনি আর দেখবেও না'।

ভারতের সাবেক টেস্ট ক্রিকেটার ডোড্ডা গণেশ একটি ম্যাচের ভিডিও পোস্ট করে লিখেছেন, 'শেষবার কর্নাটক ড্রেসিংরুম থেকে রাহুল এরকম ভাবে চিৎকার করেছিল। অন্যদিকে ছিলাম আমি। বলেছিল, আরও এক রান বাকি'। আর ওই বিজ্ঞাপন যার মস্তিষ্কপ্রসূত, সেই তন্ময় ভট্ট টুইটারে লিখেছেন, 'রাহুল দ্রাবিড় আমার দেখা সবচেয়ে ভালো এবং শান্ত মানুষ। কয়েক ঘণ্টার মধ্যে আমাকে ব্যাটিং স্টান্স শিখিয়ে দিয়েছিল। ক্রিকেটের ব্যাপারে বহু অজানা তথ্য জানিয়েছে। সত্যিকারের কিংবদন্তি'।সাতদিনের সেরা