kalerkantho

শুক্রবার । ১০ বৈশাখ ১৪২৮। ২৩ এপ্রিল ২০২১। ১০ রমজান ১৪৪২

৪০ বছর বয়সেও হরভজনের শিশুসুলভ আগ্রহে সবাই অবাক

অনলাইন ডেস্ক   

৮ এপ্রিল, ২০২১ ২০:০৩ | পড়া যাবে ২ মিনিটে৪০ বছর বয়সেও হরভজনের শিশুসুলভ আগ্রহে সবাই অবাক

ছবি : কলকাতা নাইট রাইডার্স

বয়স চল্লিশ ছুঁয়েছে। এখনও বল হাতে বাইশ গজে ঘূর্ণিঝড় তুলতে পারেন। অভিজ্ঞ ক্রিকেটার হলেও এখনও নবীনদের আগেই নেট প্র্যাকটিসে চলে যান। ক্রিকেটের প্রতি এখনও হরভজন সিংয়ের এই আগ্রহ ও অনুশীলনে নিজেকে উৎসর্গ করার প্রয়াস দেখে মুগ্ধ কলকাতা নাইট রাইডার্স সহ-অধিনায়ক দিনেশ কার্তিক। যদিও এবারের নিলামে প্রথম রাউন্ডে তার দিকে কোনো ফ্র্যাঞ্চাইজি ফিরেও তাকায়নি। দ্বিতীয় রাউন্ডে অন্যদের সঙ্গে লড়াই করে তাকে ২ কোটি রুটিতে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স।

হরভজনকে দলে নেওয়ায় তখন অনেকেই বলেছিলেন, এই ৪০ বছর বয়সে দলকে তিনি কতটা দিতে পারবেন?‌ কিন্তু এই প্রবীণ অফস্পিনারকে দলে পেয়ে খুশি দীনেশ কার্তিক, '‌হরভজন সব ক্রিকেটারের আগে অনুশীলনে আসেন। তারপর একটানা অনুশীলন করে। এই এক সপ্তাহ ধরে তাকে যেরকম দেখেছি, মনে হচ্ছে সম্পূর্ণ অন্য মানুষ। শুরুতে হরভজনকে বেছে নেওয়ার কাজটা সহজ ছিল না। গত একসপ্তাহ ধরে সে অনুশীলনে যেরকম আগ্রহ এবং দায়বদ্ধতা দেখিয়েছে, এককথায় অসাধারণ।'

হরভজনের এই নিয়মিত অনুশীলন নিয়ে কার্তিক আরও বলেন, 'যদি সন্ধ্যা ৭ টায় অনুশীলন ম্যাচ থাকলেও হরভজন বিকেল ৪টার মধ্যে মাঠে চলে আসে। অনুশীলন ম্যাচ শুরুর আগে নেটে ব্যাটিং করে। তারপর নেটে সাকিব, মরগ্যানদের বল করে। অনুশীলন ম্যাচ শুরু হওয়ার আগে আবার স্ট্রেচিং করে। ম্যাচে বোলিং করে। তারপর টানা ২০ ওভার ফিল্ডিং। আন্তর্জাতিক ক্রিকেটে সাতশর বেশি উইকেট। আর তো নতুন করে পাওয়ার কিছু নেই। তারপরেও তার আগ্রহ দেখে আমি মুগ্ধ। আশা করি সে এবার দারুণ কিছু করবে।'

মন্তব্যসাতদিনের সেরা