kalerkantho

শুক্রবার। ৩১ বৈশাখ ১৪২৮। ১৪ মে ২০২১। ০২ শাওয়াল ১৪৪২

পশুদের মাথা গোঁজার ঠাঁই বানিয়ে দিলেন কোহলি

অনলাইন ডেস্ক   

৪ এপ্রিল, ২০২১ ১৭:৫৬ | পড়া যাবে ১ মিনিটেপশুদের মাথা গোঁজার ঠাঁই বানিয়ে দিলেন কোহলি

ভারত অধিনায়ক বিরাট কোহলি ও তার স্ত্রী আনুশকা শর্মা পশুপ্রেমের কথা কারও অজানা নয়। পশুদের নিয়ে দুজনেই বেশ আবেগপ্রবণ। এবার পশুদের জন্য দুটো আস্তানা গড়ে তুলেছেন ভারতের এই তারকা দম্পতি। আজ রবিবার পশুপ্রেমী দিবসে বিরাট কোহলি এই সুখবরটি সবার সঙ্গে শেয়ার করেছেন।

মানুষের দৌরাত্ম্যে পশুরা তাদের আবাস হারিয়েছে। একে একক বিলুপ্ত হয়ে যাচ্ছে অনেক প্রজাতি। তাদের রক্ষায় মুম্বাই থেকে অনেকটা দূরে একটি আস্তানা গড়ে তুলেছে বিরাট কোহলি ফাউন্ডেশন। এই উদ্যোগে তার স্ত্রী আনুশকার পাশাপাশি বিদেশের কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থাও যুক্ত হয়েছে। মুম্বাইয়ের মালাড ও বৈসার অঞ্চলে দুটো পশুদের জন্য এই দুটি আস্তানা গড়ে তোলা হয়েছে।

কোহলি তার স্বপ্নের এই প্রকল্প নিয়ে বলেছেন, 'আমি ও আনুশকা অনেকদিন থেকেই এই কাজটা করতে চেয়েছিলাম। বিশেষ করে আনুশকার জন্যই পশুপ্রেম বেড়ে উঠেছে। তার সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে পশুপ্রেম ও পশু সুরক্ষা ও তাদের স্বাস্থ্য নিয়ে ভাবনা আরও গভীর হয়েছে। তাই এমন উদ্যোগে সামিল হতে পেরে খুব ভালো লাগছে।'সাতদিনের সেরা