kalerkantho

শনিবার । ২৯ জ্যৈষ্ঠ ১৪২৮। ১২ জুন ২০২১। ৩০ শাওয়াল ১৪৪২

হরভজনের কাছে বিশ্বকাপ ফাইনালের টিকিট চেয়েছিলেন শোয়েব

অনলাইন ডেস্ক   

৩ এপ্রিল, ২০২১ ১৬:৫৭ | পড়া যাবে ১ মিনিটেহরভজনের কাছে বিশ্বকাপ ফাইনালের টিকিট চেয়েছিলেন শোয়েব

ভারতের দ্বিতীয় ওয়ানডে বিশ্বকাপ জয়ের ১০ বছর পূরণ হয়েছে গতকাল ২ এপ্রিল। ওই আসরের সেমিফাইনালে মুখোমুখি হয় ভারত এবং পাকিস্তান। বন্ধুদের জন্য হরভজন সিংহের কাছে সেই ম্যাচের টিকিট চেয়েছিলেন শোয়েব আখতার। ৪টি টিকিট দিয়েছিলেন ভারতীয় স্পিনার। পরে ফাইনালের টিকিট চাইতে হরভজন বলেছিলেন খেলা দেখতে আসতে, কারণ ভারতই শিরোপা জিতবে।

মহেন্দ্র সিং ধোনির বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন হরভজন। তার কাঁধেই ছিল স্পিনের দায়িত্ব। অন্যদিকে পাকিস্তান দলে ছিলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। সেমিফাইনালে যদিও তিনি খেলেননি। পাকিস্তানও যথারীতি হেরেছে। ২০১১ বিশ্বকাপে ৩টি ম্যাচে খেলেছিলেন শোয়েব। নিয়েছিলেন ৩ উইকেট। মুম্বাইয়ে ভারত বনাম শ্রীলঙ্কা ফাইনালে জয় ছিনিয়ে নেন ধোনিরা।

সেই সময়ের স্মৃতি স্মরণ করে হরভজন বলেন, 'সেমিফাইনালের আগে শোয়েবের সঙ্গে দেখা হয়। সে আমার কাছে টিকিট চেয়েছিল। আমি ৪টি টিকিট যোগাড় করে দিয়েছিলাম। পরে ফাইনালের টিকিটও চায় শোয়েব। আমি বলি, 'টিকিট চাও? ভারত ফাইনাল জিতবে। তুমি দেখতে আসতে চাইলে আমি ২-৪টি টিকিট যোগাড় করে দেব'।সাতদিনের সেরা