kalerkantho

মঙ্গলবার । ১ আষাঢ় ১৪২৮। ১৫ জুন ২০২১। ৩ জিলকদ ১৪৪২

‘সহজ ম্যাচকে কঠিন করতে দক্ষ পাকিস্তান’

অনলাইন ডেস্ক   

৩ এপ্রিল, ২০২১ ১০:৫৩ | পড়া যাবে ১ মিনিটে‘সহজ ম্যাচকে কঠিন করতে দক্ষ পাকিস্তান’

ছবি: এএফপি

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শুক্রবার স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারিয়েছে পাকিস্তান। জয় পেতে পাকিস্তানকে খেলতে হয়েছে শেষ বল পর্যন্ত। ম্যাচটি পাকিস্তানের জন্য সহজ হলেও শেষ দিকে সেটিকে কঠিন করে তুলে তারা। এ জন্য শুনতে হচ্ছে সমালোচনাও।

দক্ষিণ আফ্রিকার দেওয়া ২৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩০ ওভার শেষে ১ উইকেটে ১৮১ রান তুলে ফেলেছিল পাকিস্তান। তবে সেই ম্যাচ জিততে শেষ বল পর্যন্ত খেলতে হয়েছে বাবর আজমদের।

রমিজ রাজা। ফাইল ছবি

ম্যাচ চলকালে ধারাভাষ্য কক্ষে থাকা পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকার রমিজ রাজা বলেন, “সহজ ম্যাচকে কঠিন করে তুলতে আমরা দক্ষ। এ কারণেই পুরো বিশ্বে আমাদের নিয়ে এত উন্মাদনা। আমরা জানি কীভাবে একটি ম্যাচ জমিয়ে তুলতে হয়।”সাতদিনের সেরা