kalerkantho

রবিবার । ৩০ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৩ জুন ২০২১। ১ জিলকদ ১৪৪২

দেশের হয়ে খেলতে আইপিএল ছাড়লেন হ্যাজেলউড

অনলাইন ডেস্ক   

২ এপ্রিল, ২০২১ ১৬:৪৭ | পড়া যাবে ১ মিনিটেদেশের হয়ে খেলতে আইপিএল ছাড়লেন হ্যাজেলউড

সাম্প্রতিক সময়ে ক্রিকেটবিশ্বে বড় বিতর্কগুলোর একটি হলো- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বড় নাকি জাতীয় দল বড়? বাংলাদেশসহ আইপিএলে সুযোগ পাওয়া দেশগুলোতে প্রতিদিন এই বিতর্ক চলে- যার শেষ কবে হবে কেউ জানে না। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজ সিরিজের আগে নিজেকে সতেজ রাখতে আসন্ন আইপিএল থেকে সরে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড। 

আইপিএলের পর অস্ট্রেলিয়ার ব্যস্ত সূচি থাকায় হ্যাজেলউড ভারতের  টি-টোয়েন্টি লিগটিতে খেলতে চান না। যে করাণে তিনি মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংসের হয়ে না খেলার সিদ্ধান্ত নিজেই জানিয়েছেন। ডানহাতি এই পেসার বলেন, '১০ মাস ধরে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকতে হয়েছে। বিভিন্ন সময় থাকতে হয়েছে কোয়ারেন্টিনে। আগামী ২ মাস অস্ট্রেলিয়ায় থাকবো, পরিবারের সাথে সময় কাটাতে চাই।'

গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়া করোনাকালের আইপিএলে মাত্র ৩টি ম্যাচ খেলেছিলেন হ্যাজেলউড। এবারও তার একাদশে সুযোগ পাওয়া নিয়ে সংশয় ছিল। হ্যাজেলউড আরও বলেন, 'ওয়েস্ট ইন্ডিজ সফর আছে, এরপর ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে হবে, এরপর আছে অ্যাশেজ সিরিজ। আগামী ১২ মাস লম্বা সূচি। তাই বিশ্বকাপ ও অ্যাশেজের কথা চিন্তা করেই আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছি।'সাতদিনের সেরা