kalerkantho

রবিবার। ২৮ চৈত্র ১৪২৭। ১১ এপ্রিল ২০২১। ২৭ শাবান ১৪৪২

দেশ বনাম আইপিএল- ভক্তের সঙ্গে ঝগড়ায় মাতলেন বেন স্টোকস

অনলাইন ডেস্ক   

১ এপ্রিল, ২০২১ ২০:০৭ | পড়া যাবে ১ মিনিটেদেশ বনাম আইপিএল- ভক্তের সঙ্গে ঝগড়ায় মাতলেন বেন স্টোকস

'মাথা গরম' ক্রিকেটার হিসেবে বেন স্টোকসের বদনাম বেশ পুরনো। আগে হুটহাট মাথা গরম করলেও বিয়ের পর তা কমে এসেছে। এখন তিনি ইংলিশ ক্রিকেটের নয়নের মণি। বিশ্বকাপজয়ী অল-রাউন্ডার। তবে ভক্তের খোঁচা শুনে এবার নিজেকে সামলাতে পারেননি স্টোকস। সেই ভক্ত সোশ্যাল সাইটে খোঁচা মারেন যে, স্টোকস আইপিএল খেলতে এক পায়ে খাড়া হলেও ইংল্যান্ডের জার্সিতে বল করতে গেলেই নাকি ক্লান্ত হয়ে পড়েন!

ভারত সফরের সময় ইংল্যান্ডের সংবাদমাধ্যম 'স্কাই স্পোর্টস' স্টোকসের একটি সাক্ষাৎকার নিয়েছিল। সেখানেই রজার নামের স্টোকসের ওই ভক্ত লিখেছেন, 'আবারও স্টোকস পাউন্ডের পেছনে দৌড়াচ্ছে। ইংল্যান্ডের জার্সিতে ফিরে এলেই বলবে ক্লান্ত হয়ে পড়েছে'। এই মন্তব্যকেই রিটুইট করে স্টোকস লিখেছেন, 'কোনোদিন কি আমাকে ইংল্যান্ডের জার্সিতে বল করতে গিয়ে ক্লান্ত দেখিয়েছে বন্ধু?'

সাক্ষাৎকারে ভারতে আইপিএল ফেরা নিয়ে অনেক কথাই বলেছেন স্টোকস। তার ভাষায়, 'ভারতের মাটিতে আবারও আইপিএল ফিরছে। এর চেয়ে ভালো কিছু হতে পারে না। আশা করি কোনো একসময় দর্শকরাও মাঠে ফিরবেন। কারণ দর্শকরা খেলাটার গুরুত্বপূর্ণ অঙ্গ। অল্প সময়ের জন্যে হলেও ভারতের বিপক্ষে সিরিজে মাঠে দর্শক ফিরতে দেখে ভালো লেগেছিল'।

মন্তব্যসাতদিনের সেরা